সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Yiakub Abul Kalam

প্রশ্নোত্তর আপনি কি কুরআন ও সুন্নাহয় বর্ণিত যুনূব (ذنوب) এবং সাইয়্যিআত (سيئات) এর মাঝে পার্থক্য জানেন?

Yiakub Abul Kalam

Altruistic

Uploader
Exposer
Salafi User
Threads
151
Comments
158
Reactions
1,241
Credits
1,127

আপনি কি কুরআন ও সুন্নাহয় বর্ণিত যুনূব (ذنوب) এবং সাইয়্যিআত (سيئات) এর মাঝে পার্থক্য জানেন?​


ইবনুল কয়্যিম রহিমাহুল্লাহ বলেনঃ

কুরআনের যেখানেই যুনূব এসেছে, সেখানেই এর দ্বারা উদ্দেশ্য হলো: বড় গুনাহ বা কাবীরা গুনাহ।
আর সাইয়্যিআত যেখানে এসেছে, সেখানে এর অর্থ হচ্ছে: ছোট গুনাহ বা সগীরা গুনাহ।

কুরআনের বিভিন্ন আয়াত নিয়ে চিন্তা ভাবনা করলে আমরা দেখতে পাই যে, মাগফিরাত শব্দটা যুনূব শব্দের সাথে এসেছে আর সাইয়্যাআত শব্দের সাথে এসেছে তাকফীর তথা মিটিয়ে দেয়া।

যেমন আল্লাহ তা'আলা বলেনঃ ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار [আমাদের রব! আপনি আমাদের যুনূব (তথা কাবীরা গুনাহ) ক্ষমা করুন, আমাদের সাইয়্যিআত (তথা ছোট গুনাহ) দূরীভূত করুন এবং আমাদেরকে সৎকর্মপরায়ণদের সহগামী করে মৃত্যু দিন]। কারণ, মাগফিরাত শব্দটা হিফাযত ও সুরক্ষিত থাকার কথা বোঝায়। কিন্তু তাকফীর শব্দটি (গুনাহ) ঢেকে রাখা ও মিটিয়ে দেয়ার অর্থ দেয়।

সাইয়্যিআত যে সগীরা গুনাহ বুঝায় এবং তাকফীর শব্দটি যে এজন্যই ব্যবহার হয়, এর আরো দলীল হলো এই আয়াত: إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم [ তোমাদেরকে যা নিষেধ করা হয়েছে তার মধ্যে যা কবীরা গোনাহ তা থেকে বিরত থাকলে আমরা তোমাদের সাইয়্যিআত (তথা ছোট গুনাহ) মুছে দেব]।

মাদারিজুস সালিকীন, ১/৩১৭।
 
Top