কাহিনি আপনি এমন ব্যক্তিত্ব, সহনশীলতা ও দর্শন পেলেন কোথায়?

  • Thread Author
তাবেয়ী ইমাম আহনাফ ইবনে কায়েসের ভাগ্যে জুটেছিল বিশিষ্ট সাহাবায়ে কেরামের হাতে শিক্ষা গ্রহণের সুবর্ণ সুযোগ। যাদের শীর্ষে ছিলেন হযরত উমর ফারুক রাযিয়াল্লাহু আনহু।

হযরত উমর ফারুকের বহু মজলিসে তিনি উপস্থিত হয়েছেন। তাঁর বহু উপদেশ শ্রবণ করেছেন। তাঁর বহু বিচারের মীমাংসা ও ফয়সালা প্রত্যক্ষ করেছেন। তাই তিনি ফারুকী মাদরাসায় যাদের জীবন গড়েছিল, সেইসব ছাত্রের মাঝে এক উজ্জ্বল নক্ষত্র। সে মাদরাসার মহান বিস্ময়কর অনন্য শিক্ষা গুরুর স্বভাবে প্রভাবান্বিত হয়ে বেড়ে উঠা এক শ্রেষ্ঠতম শাগরিদ।

তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল-

'আপনি এমন ব্যক্তিত্ব, সহনশীলতা ও দর্শন পেলেন কোথায়?'

তিনি জবাবে বললেন-

'হযরত উমরের কাছে শোনা কয়েকটি কথায়। তিনি বলতেন-

• যে অধিক ঠাট্টা মশকরা করে তার ব্যক্তিত্ব ও গাম্ভির্য লোপ পায়,

• যার মধ্যে যে বিষয়টি বেশি দেখা যায় সেটাকে ঘিরেই সমাজে তার পরিচিতি ছড়ায়,

• যে বেশি কথা বলে, সে বেশি ভুল করে,

• যে বেশি বেশি ভুল করে, তার লজ্জাশীলতা হ্রাস পায়,

• যার লজ্জাশীলতা হ্রাস পায় তার মধ্যে আল্লাহর ভয় কমে যায়,

• যার আল্লাহভীতি কমে যায় তার ক্বলব মরে যায়।'

[সুওয়ারুম মিন হায়াতিত্তাবিঈন, ড. আব্দুর রহমান রাফাত পাশা]
 
Back
Top