"আমাদের প্রত্যেকেরই উচিত, তার বাবা মায়ের জীবনীর ভালো দিকগুলো মুখস্থ করা, যার আলোতে সে চলবে। কারণ এটা তাকে তাদের পদাঙ্ক অনুসরণ করতে এবং তাদের চরিত নিজের মাঝে বাস্তবায়নে উদ্বুদ্ধ করবে।
আমার বাবা মায়ের -রহিমাহুমাল্লাহ- অন্যতম মহৎ গুণ ছিল: নিজেদের উপকারী বিষয়েই কেবল মনোনিবেশ করা ও অপ্রয়োজনীয় বিষয়ে মুখ ফিরিয়ে থাকা। নিজেদের মানসম্মান ও দ্বীনকে নিষ্কলুষ রাখা।
অতএব আপনারাও আপনাদের বাবা মায়ের ভালো অবস্থাগুলোর অনুসরণ করুন, যাতে করে তাদের ছওয়াবের ধারা অব্যাহত থাকে।"
-শায়খ সালেহ আল-উসয়মী হাফিযাহুল্লাহ।
আমার বাবা মায়ের -রহিমাহুমাল্লাহ- অন্যতম মহৎ গুণ ছিল: নিজেদের উপকারী বিষয়েই কেবল মনোনিবেশ করা ও অপ্রয়োজনীয় বিষয়ে মুখ ফিরিয়ে থাকা। নিজেদের মানসম্মান ও দ্বীনকে নিষ্কলুষ রাখা।
অতএব আপনারাও আপনাদের বাবা মায়ের ভালো অবস্থাগুলোর অনুসরণ করুন, যাতে করে তাদের ছওয়াবের ধারা অব্যাহত থাকে।"
-শায়খ সালেহ আল-উসয়মী হাফিযাহুল্লাহ।