আতা রহিমাহুল্লাহ তাউস রহিমাহুল্লাহর মাধ্যমে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন যে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, আদম সন্তান যাই উচ্চারণ করুক না কেন তা লিখে নেওয়া হয়, এমনকি অসুস্থতার সময় কান্না করাটাও লিখে নেওয়া হয়। ইমাম আহমাদ রহিমাহুল্লাহ যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন তাকে বলা হলো যে, তাউস রহিমাহুল্লাহ অসুস্থতার সময় কান্না করাকে অপছন্দ করতেন, এটি শুনে ইমাম আহমাদ রহিমাহুল্লাহ কান্না করাও পরিত্যাগ করলেন।
— আল বিদায়াহ ওয়ান নিহায়াহ, ইবনু কাসীর, ৯/২৭০
— আল বিদায়াহ ওয়ান নিহায়াহ, ইবনু কাসীর, ৯/২৭০
Last edited: