সংশয় নিরসন আত্তাহিয়্যাতু মিরাজের রাতে মহান আল্লাহ্ ও রাসূল (স) এর কথোপকথনের মাধ্যমে নাযিল হয়েছিল

Md Atiar Rahaman Halder

Salafi
Salafi User
Joined
Feb 23, 2024
Threads
62
Comments
84
Reactions
771
জাল হাদীস--: আত্তাহিয়্যাতু মিরাজের রাতে মহান আল্লাহ্ ও রাসূল (স) এর কথোপকথনের মাধ্যমে নাযিল হয়েছিল

প্রচলিত আছে যে, মিরাজে যাওয়ার পর আল্লাহ্ আযযা ওয়া জাল্লা দুনিয়া থেকে কী উপহার এনেছেন? এই বিষয়ে রাসূল (স) কে জিজ্ঞেস করলে উপহার হিসেবে বলেন- 'আত্তাহিয়্যাতু লিল্লা-হি ওয়াস্সালাওয়া-তু ওয়াত্ত্বায়্যিবা-তু'। এর জবাবে আল্লাহ্ আয্যা ওয়া জাল্লা বলেন- 'আস্সালা-মু 'আলাইকা আইয়্যুহান নাবীয়া ওয়া রাহমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহু'। উত্তর শুনে রাসূল ভাবলেন এই সালাম তো শুধু আমাকে দিয়েছেন, আমার উম্মাতকে তো দেননি। তাই তিনি বলে ওঠেন 'আস্সালামু 'আলাইনা ওয়া 'আলা ইবাদিল্লাহিস সালেহীন'। এই কথোপকথন শুনে চারপাশের ফেরেশতারা সশব্দে বলে ওঠেন 'আশহাদু আল্লা ইলা-হা ইল্লাল্লা- হু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান 'আবদুহু ওয়া রাসূলুহু'। এভাবেই আমাদের মাঝে আত্ত্বাহিইয়্যাতু এসেছে।

রাসূল (স) এর মিরাজের এই ঘটনাটি খুবই সুন্দর। এমনকি প্রত্যেকটা অংশ খুবই সুন্দরভাবে মিলানো যা আমাদের শুনতেও অনেক ভালো লাগে । কিন্তু দুঃখের বিষয় যে, এটি মিথ্যা ও বানোয়াট কাহিনী। এটি মুখে মুখে প্রচলিত হয়ে আমাদের সমাজে প্রবেশ করেছে। মুহাদ্দিসীনে কিরামের ঐক্যমত্যের ভিত্তিতে এটি একটি সনদবিহীন জাল হাদীস।''৬৫
৬৫ তাফসীর,কুরতুবী(৬৭১হি.)-৩/৪২।

সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদীস
ড. মোহাম্মদ ইমাম হোসাইন সহকারী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর, বাংলাদেশ​
 
You must log in or register to view this reply.
 
Similar threads Most view View more
Back
Top