অন্যান্য আল্লাহ ও মূসা (আ.) এর মাঝে কথোপকথন (১)

Joined
Jan 3, 2023
Threads
730
Comments
875
Reactions
7,734
মূসা (আ.): ইয়া রব, নিখিল জগতের মাঝে সবচেয়ে বড় পাপী কে?

আল্লাহ: যে আমার ব্যাপরে অপবাদ আরোপ করে।

মূসা (আ.): ইয়া রব, আপনার ব্যাপারেও কেউ অপবাদ করতে পারে!?

আল্লাহ: সে আমার ব্যাপারে অপবাদ আরোপ করে, যে আমার কাছে কল্যাণ কামনা করে অথচ আমার ফয়সালা ও সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে না।

[শুআবুল ইমান, ২/৫৭৬-৫৭৭]
 
Back
Top