Member
আসসালামু আলাইকুম সকল দীনি ভাইবোন।
সমস্ত প্রশংসা মহান রব আল্লাহ সুবহানাওয়াতা'লার জন্যে, নিশ্চয়ই তার প্রশংসার ভাষা আমাদের জানা নেই, তার প্রশংসাতো তাই যা তিনি নিজে করেছেন। দুরুদ ও সালাম দুনিয়ার শ্রেষ্ঠ মানব এবং আমাদের নবী মুহাম্মাদ সাঃ, তার পরিবার-পরিজন, সাহাবাগণ, তাবীঈ, তাবে-তাবীঈন, সালফে সালেহিন এবং মুমিন মুমিনাত এর উপর।
আমি জ্ঞানের আশায় ডঃ মনজুর ইলাহি রাহিমাহুল্লাহ এর আকিদার কোর্সটি সম্পন করেছি। আল্লাহ উনাকে তার কাজের জন্যে অনেক উত্তম প্রতিদান করুন। আমি ফাইনাল পরীক্ষাটি দেওয়ার পর কয়েকটি প্রশ্ন যা আমার বুঝায় অথবা অন্যে কারনে ভুলে হয়ে তা নিয়ে আলোচনা করা অনেক উপকারি মনে হল।
এখানে কিছু প্রশ্ন আমার কাছে একটু কনফিউন ছিলো। আশা করি বিজ্ঞ কেউ এ ব্যাপারে আমাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন।
১।
আকিদা এর অনান্য নামের ভেতর তাওহীদ এবং ফিকহুল আকবর দুটোই ছিল লেসন এর পিডীএফ এ। আমার যতটুকুন বুঝ হচ্ছে তাওহীদ আল্লাহর রুবুবিয়্যাত, উলুহিয়্যাত এবং আসমা ওয়াস সিফাত। এবং আকিদা তাওহীদ ছাড়াও ইসলাম এর, ঈমানের সকল গায়েবি বিষয়কেও অন্তরভুক্ত করে। যদিও আমি তাওহীদই উত্তের দিতে চেয়েছিলাম কিন্তু "শাস্ত্র" কথাটার জন্যে ফিকহুল আকবর দেওা যা কিনা তাওহীদ এবং আকিদা নিয়েই আলোচনা। এক্ষেত্রে আমার বুঝার ভুল হলে একটু শুধরিয়ে দিবেন।
২।
এখানে আমার যা জানা তা হল যেভাবে কুরান সুন্নাহ তে আছে ঠিক সেভাবেই বিশ্বাস করতে হবে। যেমন যা আল্লাহ তার জন্যে সাবস্ত্য করেছেন এবং রাসুল সাঃ থেকে জানা তাই সুধু সাবস্ত্য করা, যা অস্বীকার করা হয়েছে তা অস্বীকার করা এবং যা সম্পর্কে বলা হয়নি তা সাবস্ত্য করা কিংবা অস্বীকার করা থেকে বিরত থাকা। এ সমপর্কে একটু সঠিক দিক নির্দেশনা দিলে উপকৃত হতাম।
আল্লাহুম্মা ফাক্কিহ্নি ফিদ্দিন। জাজাকাল্লাহু খইরান ওয়া আসসালামু আলাইকুম।
সমস্ত প্রশংসা মহান রব আল্লাহ সুবহানাওয়াতা'লার জন্যে, নিশ্চয়ই তার প্রশংসার ভাষা আমাদের জানা নেই, তার প্রশংসাতো তাই যা তিনি নিজে করেছেন। দুরুদ ও সালাম দুনিয়ার শ্রেষ্ঠ মানব এবং আমাদের নবী মুহাম্মাদ সাঃ, তার পরিবার-পরিজন, সাহাবাগণ, তাবীঈ, তাবে-তাবীঈন, সালফে সালেহিন এবং মুমিন মুমিনাত এর উপর।
আমি জ্ঞানের আশায় ডঃ মনজুর ইলাহি রাহিমাহুল্লাহ এর আকিদার কোর্সটি সম্পন করেছি। আল্লাহ উনাকে তার কাজের জন্যে অনেক উত্তম প্রতিদান করুন। আমি ফাইনাল পরীক্ষাটি দেওয়ার পর কয়েকটি প্রশ্ন যা আমার বুঝায় অথবা অন্যে কারনে ভুলে হয়ে তা নিয়ে আলোচনা করা অনেক উপকারি মনে হল।
এখানে কিছু প্রশ্ন আমার কাছে একটু কনফিউন ছিলো। আশা করি বিজ্ঞ কেউ এ ব্যাপারে আমাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন।
১।
আকিদা এর অনান্য নামের ভেতর তাওহীদ এবং ফিকহুল আকবর দুটোই ছিল লেসন এর পিডীএফ এ। আমার যতটুকুন বুঝ হচ্ছে তাওহীদ আল্লাহর রুবুবিয়্যাত, উলুহিয়্যাত এবং আসমা ওয়াস সিফাত। এবং আকিদা তাওহীদ ছাড়াও ইসলাম এর, ঈমানের সকল গায়েবি বিষয়কেও অন্তরভুক্ত করে। যদিও আমি তাওহীদই উত্তের দিতে চেয়েছিলাম কিন্তু "শাস্ত্র" কথাটার জন্যে ফিকহুল আকবর দেওা যা কিনা তাওহীদ এবং আকিদা নিয়েই আলোচনা। এক্ষেত্রে আমার বুঝার ভুল হলে একটু শুধরিয়ে দিবেন।
২।
এখানে আমার যা জানা তা হল যেভাবে কুরান সুন্নাহ তে আছে ঠিক সেভাবেই বিশ্বাস করতে হবে। যেমন যা আল্লাহ তার জন্যে সাবস্ত্য করেছেন এবং রাসুল সাঃ থেকে জানা তাই সুধু সাবস্ত্য করা, যা অস্বীকার করা হয়েছে তা অস্বীকার করা এবং যা সম্পর্কে বলা হয়নি তা সাবস্ত্য করা কিংবা অস্বীকার করা থেকে বিরত থাকা। এ সমপর্কে একটু সঠিক দিক নির্দেশনা দিলে উপকৃত হতাম।
আল্লাহুম্মা ফাক্কিহ্নি ফিদ্দিন। জাজাকাল্লাহু খইরান ওয়া আসসালামু আলাইকুম।