- Joined
- Jan 3, 2023
- Threads
- 887
- Comments
- 1,040
- Reactions
- 9,945
- Thread Author
- #1
নিম্নোক্ত বিষয়গুলো অসীয়তের সাথে ওৎপ্রোতভাবে জড়িত :
১. আবদুল্লাহ ইবনে উমার (রাদিআল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন :
“যে ব্যক্তির কিছু অর্থ সম্পদ রয়েছে, আর সে এ সম্পর্কে অসীয়ত করতে চায়, সেই মুসলিম ব্যক্তির উচিত হবে না অসীয়ত লিখে তার মাথার কাছে না রেখে দুটি রাতও অতিবাহিত করা।” — বুখারী: ২৭৩৮; মুসলিম
এই হাদীসের নির্দেশনা মোতাবেক প্রত্যেক মুসলিমের জন্য তার সমস্ত দেনা-পাওনা একটি অসীয়তনামায় স্পষ্ট করে লিখে যাওয়া আবশ্যক।
২. সমস্ত সম্পদের কিছু অংশ অসীয়ত করা করা মুস্তাহাব, যেটি বিভিন্ন কল্যাণকর, মঙ্গলজনক ও পরোপকারী খাতে ব্যয় করা হবে। যাতে এর সওয়াবটা মৃত্যুর পর তার নিকট পৌঁছে যায়। আবু দারদা (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত। যে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
“তোমাদের মৃত্যুর সময়ও তোমাদের সম্পদ থেকে আল্লাহ তা'আলা এক-তৃতীয়াংশ অসীয়ত করার অধিকার প্রদান করে, তোমাদের নেক আমলের পরিমাণ আরও বৃদ্ধির ব্যবস্থা করে দিয়েছেন।” — ইবনু মাজাহ: ২৭০৯; ইরওয়াউল গালীল: ৬/৭৭
৩. সম্পূর্ণ সম্পদের এক-তৃতীয়াংশ বা তার চেয়ে কম অসীয়ত করা বৈধ। দলীল:
“সাদ বিন আবু ওয়াক্কাস (রাদিআল্লাহু আনহু) তার মরণব্যাধির সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি আমার সম্পদের দুই-তৃতীয়াংশ দান করব? তিনি বললেন, না। আমি বললাম, অর্ধেক? তিনি বললেন, না। আমি বললাম, এক-তৃতীয়াংশের মাধ্যমে? তিনি বললেন, এক-তৃতীয়াংশ চলে, এক-তৃতীয়াংশই অনেক।”
সম্পদের এক-তৃতীয়াংশের কমে দান মুস্তাহাব হওয়ার দলীল ইবনু আব্বাস -এর হাদীস।
“মানুষেরা যদি অসীয়তকে এক-তৃতীয়াংশ থেকে কমিয়ে এক-চতুর্থাংশে নিয়ে আসত! কারণ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: এক-তৃতীয়াংশ চলে, তবে এটি অনেক।” — বুখারী: ২৭৪৩; মুসলিম
৪. পূর্বে উল্লিখিত সাদ বিন আবু ওয়াক্কাস (রাদিআল্লাহু আনহু) এর হাদীসের নির্দেশনা অনুযায়ী যে ব্যক্তির উত্তরসুরী রয়েছে, তার উত্তরসূরিদের অনুমতি ছাড়া সম্পদের এক-তৃতীয়াংশের বেশি অসীয়ত করা বৈধ নয়। আর যখন তার কোনো উত্তরসূরী না থাকবে তখন সমস্ত সম্পদ অসীয়ত করা বিশুদ্ধ।
৫. উত্তরসূরিদের মধ্য হতে কারো জন্য অসীয়ত করা বৈধ না। আবু উমামা (রাদিআল্লাহু আনহু) সূত্রে বর্ণিত। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
“নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক হকদারের অংশ নির্দিষ্ট করেছেন। সুতরাং কোনো উত্তরাধিকারের জন্য অসীয়ত করা যাবে না।” — আবু দাউদ: ২৮৫৩; তিরমিজি: ২২০৩; ইবনু মাজাহ: ২৭১৩
— আল ফিকহুল মুয়াসসার, অষ্টম অধ্যায়; আত তাওহীদ প্রকাশনী; মূল: মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ছয়জন অধ্যাপক
১. আবদুল্লাহ ইবনে উমার (রাদিআল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন :
“যে ব্যক্তির কিছু অর্থ সম্পদ রয়েছে, আর সে এ সম্পর্কে অসীয়ত করতে চায়, সেই মুসলিম ব্যক্তির উচিত হবে না অসীয়ত লিখে তার মাথার কাছে না রেখে দুটি রাতও অতিবাহিত করা।” — বুখারী: ২৭৩৮; মুসলিম
এই হাদীসের নির্দেশনা মোতাবেক প্রত্যেক মুসলিমের জন্য তার সমস্ত দেনা-পাওনা একটি অসীয়তনামায় স্পষ্ট করে লিখে যাওয়া আবশ্যক।
২. সমস্ত সম্পদের কিছু অংশ অসীয়ত করা করা মুস্তাহাব, যেটি বিভিন্ন কল্যাণকর, মঙ্গলজনক ও পরোপকারী খাতে ব্যয় করা হবে। যাতে এর সওয়াবটা মৃত্যুর পর তার নিকট পৌঁছে যায়। আবু দারদা (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত। যে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
“তোমাদের মৃত্যুর সময়ও তোমাদের সম্পদ থেকে আল্লাহ তা'আলা এক-তৃতীয়াংশ অসীয়ত করার অধিকার প্রদান করে, তোমাদের নেক আমলের পরিমাণ আরও বৃদ্ধির ব্যবস্থা করে দিয়েছেন।” — ইবনু মাজাহ: ২৭০৯; ইরওয়াউল গালীল: ৬/৭৭
৩. সম্পূর্ণ সম্পদের এক-তৃতীয়াংশ বা তার চেয়ে কম অসীয়ত করা বৈধ। দলীল:
“সাদ বিন আবু ওয়াক্কাস (রাদিআল্লাহু আনহু) তার মরণব্যাধির সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি আমার সম্পদের দুই-তৃতীয়াংশ দান করব? তিনি বললেন, না। আমি বললাম, অর্ধেক? তিনি বললেন, না। আমি বললাম, এক-তৃতীয়াংশের মাধ্যমে? তিনি বললেন, এক-তৃতীয়াংশ চলে, এক-তৃতীয়াংশই অনেক।”
সম্পদের এক-তৃতীয়াংশের কমে দান মুস্তাহাব হওয়ার দলীল ইবনু আব্বাস -এর হাদীস।
“মানুষেরা যদি অসীয়তকে এক-তৃতীয়াংশ থেকে কমিয়ে এক-চতুর্থাংশে নিয়ে আসত! কারণ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: এক-তৃতীয়াংশ চলে, তবে এটি অনেক।” — বুখারী: ২৭৪৩; মুসলিম
৪. পূর্বে উল্লিখিত সাদ বিন আবু ওয়াক্কাস (রাদিআল্লাহু আনহু) এর হাদীসের নির্দেশনা অনুযায়ী যে ব্যক্তির উত্তরসুরী রয়েছে, তার উত্তরসূরিদের অনুমতি ছাড়া সম্পদের এক-তৃতীয়াংশের বেশি অসীয়ত করা বৈধ নয়। আর যখন তার কোনো উত্তরসূরী না থাকবে তখন সমস্ত সম্পদ অসীয়ত করা বিশুদ্ধ।
৫. উত্তরসূরিদের মধ্য হতে কারো জন্য অসীয়ত করা বৈধ না। আবু উমামা (রাদিআল্লাহু আনহু) সূত্রে বর্ণিত। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
“নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক হকদারের অংশ নির্দিষ্ট করেছেন। সুতরাং কোনো উত্তরাধিকারের জন্য অসীয়ত করা যাবে না।” — আবু দাউদ: ২৮৫৩; তিরমিজি: ২২০৩; ইবনু মাজাহ: ২৭১৩
— আল ফিকহুল মুয়াসসার, অষ্টম অধ্যায়; আত তাওহীদ প্রকাশনী; মূল: মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ছয়জন অধ্যাপক