‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

প্রশ্নোত্তর অমুসলিমকে সালাম দেয়া যাবে কি?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,149
Comments
4,353
Solutions
1
Reactions
37,773
Credits
24,212
প্রশ্ন : অমুসলিমকে সালাম দেয়া যাবে কি?


উত্তর :- আলহামদুলিল্লাহ্‌


ঈব্রাহীম (আঃ) তাঁর পিতাকে বলেন যিনি ছিলেন অমুসলিম -


‘‘তিনি বললেন- তোমাকে সালাম, আমি অবশ্যই আমার প্রভুর কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব।’’ সুরা মরিয়াম-১৯, আয়াত-৪৭


যদি আল্লাহর নবী অমুসলিমকে সালাম দিতে পারে তবে আমরা কেন পারবোনা। আল্লাহ আরো বলেন -


‘‘মুসা ও হারুন (আঃ) ফিরআউনের কাছে গিয়ে বলছিলেন ‘‘আমরা নিশ্চই তোমার কাছে এসেছি তোমার প্রভুর কাছ হতে নির্দেশ নিয়ে। আর সালাম তাদের উপরে যে পর্থনির্দেশ অনুকরন করে’’ সুরা ত্বাহা-২০, আয়াত-৪৭


এছাড়াও -


‘‘আমাদের জন্য আমাদের কাজ আর তোমাদের জন্য তোমাদের কাজ। তোমাদের প্রতি সালাম’’। সুরা কাস-২৮, আয়াত-৫৫


রাসূল (ﷺ) যখন বিভিন্ন দেশের শাসকদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখছিলেন সেখনেও তিনি বলছিলেন -


‘‘তাদেঁর উপর সালাম যারা সঠিক পথ অনুসরন করে।’’


এছাড়াও সুরা ফুরকান-২৫, আয়াত-৬৩-তে অমুসলিমগনকে সালাম দেয়া উল্লেখ রয়েছে, যখন মুসলিমকে সালামদেবে তার প্রতি উত্তর দেয়া উচিৎ-‘ ওয়ালাইকুম’ যা রাসূল (ﷺ) দিয়েছেন।


সুত্রঃ ড. জাকির নায়েক এর প্রশ্ন - উত্তর পর্ব সমগ্র
 

Share this page