সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

প্রশ্নোত্তর অমুসলিমকে সালাম দেয়া যাবে কি?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,148
Comments
4,353
Solutions
1
Reactions
37,773
Credits
24,212
প্রশ্ন : অমুসলিমকে সালাম দেয়া যাবে কি?


উত্তর :- আলহামদুলিল্লাহ্‌


ঈব্রাহীম (আঃ) তাঁর পিতাকে বলেন যিনি ছিলেন অমুসলিম -


‘‘তিনি বললেন- তোমাকে সালাম, আমি অবশ্যই আমার প্রভুর কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব।’’ সুরা মরিয়াম-১৯, আয়াত-৪৭


যদি আল্লাহর নবী অমুসলিমকে সালাম দিতে পারে তবে আমরা কেন পারবোনা। আল্লাহ আরো বলেন -


‘‘মুসা ও হারুন (আঃ) ফিরআউনের কাছে গিয়ে বলছিলেন ‘‘আমরা নিশ্চই তোমার কাছে এসেছি তোমার প্রভুর কাছ হতে নির্দেশ নিয়ে। আর সালাম তাদের উপরে যে পর্থনির্দেশ অনুকরন করে’’ সুরা ত্বাহা-২০, আয়াত-৪৭


এছাড়াও -


‘‘আমাদের জন্য আমাদের কাজ আর তোমাদের জন্য তোমাদের কাজ। তোমাদের প্রতি সালাম’’। সুরা কাস-২৮, আয়াত-৫৫


রাসূল (ﷺ) যখন বিভিন্ন দেশের শাসকদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখছিলেন সেখনেও তিনি বলছিলেন -


‘‘তাদেঁর উপর সালাম যারা সঠিক পথ অনুসরন করে।’’


এছাড়াও সুরা ফুরকান-২৫, আয়াত-৬৩-তে অমুসলিমগনকে সালাম দেয়া উল্লেখ রয়েছে, যখন মুসলিমকে সালামদেবে তার প্রতি উত্তর দেয়া উচিৎ-‘ ওয়ালাইকুম’ যা রাসূল (ﷺ) দিয়েছেন।


সুত্রঃ ড. জাকির নায়েক এর প্রশ্ন - উত্তর পর্ব সমগ্র
 
Top