অন্যকে সাহায্য করা

Joined
Jul 26, 2024
Threads
27
Comments
28
Reactions
290
ইমাম ইবনুল কাইয়্যিম رحمه الله বলেন,

“শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ رحمه الله মানুষের প্রয়োজন পূরণে অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করতেন, কেননা তিনি জানতেন—যত বেশি তিনি অন্যকে সাহায্য করবেন, আল্লাহও তত বেশি তাঁকে সাহায্য করবেন।”

— রাওদাতুল মুহিব্বীন (পৃ.১৬৮)
 
Back
Top