মাল দান করার চেয়ে ইলম প্রচার উত্তম

Y

Yiakub Abul Kalam

Guest

মাল দান করার চেয়ে ইলম প্রচার উত্তম​


শায়খ বিন উসায়মীন রহিমাহুল্লাহ বলেনঃ

ইলম সম্পদ থেকেও অনেক অনেক দামী। যদিও কেউ মোটা অংকের সম্পদ দান করে, তথাপিও ইলমের প্রচার ও প্রসার অধিক উত্তম।

আসো, একটা উদাহরণ দেই।
আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহুর যুগে বেশ কয়েকজন খলীফা ও রাজা ছিল, যারা (অধিকাংশ) দুনিয়া রাজত্ব করেছেন।

আহমাদ বিন হাম্বল রহিমাহুল্লাহর যুগে এমন অনেক ধনী ছিল, যাদের সম্পদ ছিল অঢেল। সেখান থেকে তারা দান করেছে, বিভিন্ন খাতে ওয়াকফ করেছে।

তাদের পরে শায়খুল ইসলাম ইবনু তায়মিয়্যাহ, ইবনুল কয়্যিম রহিমাহুমুল্লাহ-দের যুগেও অনেক ধনী ছিল, যারা দান করেছে, ওয়াকফ করেছে।

সেই সম্পদগুলো আজ কৈ?
ব্যয়িত মাল আছে কি?
ওয়াকফকৃত সম্পত্তি কোথায়?
সব হারিয়ে গেছে, কোথাও কোনো চিহ্ন নেই।

কিন্তু আবূ হুরায়রা-র হাদীস দিন রাত সবসময় পঠিত হয়, আর তিনি প্রতিদান পান।

অনুরূপ, ইমামগণের যে ইলম ও ফিকহ উম্মাহর মাঝে ছড়িয়ে আছে, সেগুলোরও সওয়াব তারা পাচ্ছেন।

এরকমই শায়খুল ইসলাম ইবনু তায়মিয়্যাহ, ইবনুল কয়্যিম সহ অন্যান্য আলেমদের ক্ষেত্রে প্রযোজ্য, যারা চলে গেছেন; কিন্তু তাদের স্মরণ আজ চির জাগরুক, সবাই জানে ও চেনে।

তারা সবাই কবরে গেছেন, কিন্তু সওয়াব পেতেই আছেন।

আর এটাই প্রমাণ করে, ইলম সম্পদের চেয়েও অনেক অনেক মূল্যবান এবং মানুষের অধিক উপকারী।

--[শরহু রিয়াযিস সলিহীন, ৫/৪৩৬]
 

মাল দান করার চেয়ে ইলম প্রচার উত্তম​


শায়খ বিন উসায়মীন রহিমাহুল্লাহ বলেনঃ

ইলম সম্পদ থেকেও অনেক অনেক দামী। যদিও কেউ মোটা অংকের সম্পদ দান করে, তথাপিও ইলমের প্রচার ও প্রসার অধিক উত্তম।

আসো, একটা উদাহরণ দেই।
আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহুর যুগে বেশ কয়েকজন খলীফা ও রাজা ছিল, যারা (অধিকাংশ) দুনিয়া রাজত্ব করেছেন।

আহমাদ বিন হাম্বল রহিমাহুল্লাহর যুগে এমন অনেক ধনী ছিল, যাদের সম্পদ ছিল অঢেল। সেখান থেকে তারা দান করেছে, বিভিন্ন খাতে ওয়াকফ করেছে।

তাদের পরে শায়খুল ইসলাম ইবনু তায়মিয়্যাহ, ইবনুল কয়্যিম রহিমাহুমুল্লাহ-দের যুগেও অনেক ধনী ছিল, যারা দান করেছে, ওয়াকফ করেছে।

সেই সম্পদগুলো আজ কৈ?
ব্যয়িত মাল আছে কি?
ওয়াকফকৃত সম্পত্তি কোথায়?
সব হারিয়ে গেছে, কোথাও কোনো চিহ্ন নেই।

কিন্তু আবূ হুরায়রা-র হাদীস দিন রাত সবসময় পঠিত হয়, আর তিনি প্রতিদান পান।

অনুরূপ, ইমামগণের যে ইলম ও ফিকহ উম্মাহর মাঝে ছড়িয়ে আছে, সেগুলোরও সওয়াব তারা পাচ্ছেন।

এরকমই শায়খুল ইসলাম ইবনু তায়মিয়্যাহ, ইবনুল কয়্যিম সহ অন্যান্য আলেমদের ক্ষেত্রে প্রযোজ্য, যারা চলে গেছেন; কিন্তু তাদের স্মরণ আজ চির জাগরুক, সবাই জানে ও চেনে।

তারা সবাই কবরে গেছেন, কিন্তু সওয়াব পেতেই আছেন।

আর এটাই প্রমাণ করে, ইলম সম্পদের চেয়েও অনেক অনেক মূল্যবান এবং মানুষের অধিক উপকারী।

--[শরহু রিয়াযিস সলিহীন, ৫/৪৩৬]
আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান কর
 
This user is banned.
Interaction with this account is disabled until the ban ends.
খুবই সুন্দর
 
Back
Top