সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

হাদিস ও হাদিসের ব্যাখ্যা অঙ্গভঙ্গির মাধ্যমে নকল করা গীবতের অন্তর্ভুক্ত

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Threads
816
Comments
961
Reactions
9,047
Credits
4,120
আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক ব্যক্তিকে অঙ্গভঙ্গির মাধ্যমে নকল করলাম। তিনি (রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আমাকে এতো এতো সম্পদ দেয়া হলেও আমি কারো অনুকরণ পসন্দ করব না।[১] অর্থাৎ এটা আমার জন্য সহজ নয় যে, আমি কারো কথা বা কাজকে ব্যঙ্গ করে কিছু বলবো, যদিও আমাকে দুনিয়ার এতো এতো সম্পত্তি দেয়া হয়, অথবা এর চেয়েও বেশি কিছু দেয়া হয়।[২]

ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, কাউকে (কথা অথবা কাজের মাধ্যমে) অনুকরণ করে দেখানো নিষিদ্ধ গীবতের অন্তর্ভূক্ত। যেমন খোঁড়া হওয়ার ভান করে চলা, মাথা নোয়ায়ে (কুঁজোর ভান করে) চলা ইত্যাদি নানান অঙ্গভঙ্গি করা (গীবতের অন্তর্ভূক্ত)।[৩]

[১]. আবূ দাউদ, হা/৪৮৭৫; তিরমিযী, হা/২৫০২
[২]. আউনুল মা‘বুদ, ১৩তম খণ্ড, পৃ. ১৫১।
[৩]. তুহফাতুল আহওয়াযী, ৭ম খন্ড, পৃ. ১৭৬
 
Last edited:
Top