রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, দুই সময়ের দুআ ফিরিয়ে দেওয়া হয় না অথবা তিনি বলেছেন কমই ফিরিয়ে দেওয়া হয়-
১. আযানের সময়ের দু‘আ,
২. বৃষ্টি বর্ষণের সময়ের দু‘আ।
– জামে‘উল আহাদীছ, হা/১১৩২৪; বায়হাক্বী, হা/৬৬৯০; কানযুল উম্মাল, হা/৩৩৩৮; মিশকাত, হা/৬৭২