আমাদের মনে রাখা দরকার, কেয়ামতের আলামত বিষয়ে কথা বলার সময় আল্লাহর নাজিলকৃত শরিয়তকে উপস্থাপন করা হয়। এজন্য বিনা দলিলে কোনো বিষয়কে কেয়ামতের আলামত আখ্যা দেওয়া মূলত শরিয়তের ব্যাপারে বানোয়াট কথাবার্তা বলার শামিল, যা সন্দেহাতীতভাবে হারাম কাজ। কিন্তু আমরা দেখতে পাই, বক্তা আবু ত্বহা মুহাম্মাদ আদনান এই...
প্রশ্ন: শোনা যাচ্ছে, ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে রমজান মাসে কয়েকটি নিদর্শন প্রকাশিত হবে। তার মধ্যে রমজান মাসের মাঝামাঝি সময়ে শুক্রবার রাতে আকাশে বিকট শব্দে আওয়াজ হওয়া একটি নিদর্শন। হাদিসটি হল: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “কিয়ামতের আগে কোনও এক রমজান মাসে আকাশে বিকট শব্দ হবে।...