নিয়ামত

  1. Golam Rabby

    নিয়ামত হারানোর শুরুটা হয় একটা গুনাহ দিয়ে

    মানুষ যখন গুনাহ করে, তখন আল্লাহর কোনো না কোনো নিয়ামত তার জীবন থেকে সরে যায়। আল্লাহর প্রতি অনুতপ্ত হয়ে যদি বান্দা ফিরে আসে, তাওবাহ করে তবে সেই নিয়ামত বা অনুরূপ কোনো বরকত আবার ফিরে আসে। কিন্তু যদি সে গুনাহর উপর অটল থাকে, অনুতপ্ত না হয়, ফিরে না আসে—তাহলে সেই নেয়ামত আর ফিরে আসে না। এভাবে একে একে...
  2. Golam Rabby

    অন্যান্য আবকাশ মাত্র

    ওকবা বিন আমের (রাঃ) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ছাঃ) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, ‘বান্দা পাপে লিপ্ত থাকা সত্ত্বেও যদি দেখ যে আল্লাহ তার চাহিদা পূরণ করছেন তাহলে মনে করবে যে, এটা হল তাকে আল্লাহর পক্ষ থেকে অবকাশ দেয়া। এরপর তিনি এই আয়াত তেলওয়াত করলেন, ‘অতঃপর যখন তারা ঐসব উপদেশ ভুলে গেল, যা...
  3. Golam Rabby

    অন্যান্য ইয়া রব, শোকর করার উপায় বাতলে দিন!

    যাইদ ইবন আসলাম থেকে বর্ণিত, মূসা আলাইহিস সালাম বলেন, 'ইয়া রব, আপনি আমাকে অগণিত নেয়ামতে সিক্ত করেছেন। এখন আমাকে আপনার অগণিত শোকর করার উপায় বাতলে দিন!' আল্লাহ বলেন, 'তুমি বেশি বেশি আমার যিকির করো। যতবার আমার যিকির করবে ততবার আমার শোকর আদায় করা হবে। অতএব, বেশি বেশি যিকির করো। আর আমার থেকে গাফেল...
  4. Golam Rabby

    তাওবা এটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য অবকাশ মাত্র

    মহান আল্লাহ বলেন, فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً فَإِذَا هُمْ مُبْلِسُونَ ‘অতঃপর তারা যখন ঐসব উপদেশ ভুলে গেল যা তাদের দেওয়া হয়েছিল, তখন আমরা তাদের জন্য প্রত্যেক বস্তুর (সচ্ছলতার) দুয়ার...
  5. Golam Rabby

    দুনিয়ার শান-শওকত

    ‘আল্লাহর কসম! মানুষের মধ্যে যাকেই দুনিয়ার শান-শওকত দেওয়া হয়েছে অথচ সে ভয় পায় না যে, তাকে এই শান-শওকত দিয়ে ধোঁকায় ফেলা হয়েছে, এমন ব্যক্তির আমলের পরিমাণ কমে যাবে এবং তার মতামত মূল্যহীন হয়ে যাবে। যে ব্যক্তি সম্পদের যথেচ্ছা ব্যবহারকে নিজের অধিকার মনে করে, আল্লাহ্ তাআলা তার জীবন থেকে নিয়ামতগুলো উঠিয়ে...
  6. Golam Rabby

    খলীফা উমর বিন আব্দুল আজিজের দুআ

    উমাইয়া খলীফা উমর বিন আব্দুল আজিজ (রাহিমাহুল্লাহ) আল্লাহ প্রদত্ত নিয়ামতের প্রতি দৃষ্টি ফিরিয়ে বলতেন: 'হে আল্লাহ, আমি আপনার নিয়ামতের বদলে অকৃতজ্ঞতা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। অথবা আপনার নিয়ামতের স্বরূপ জেনেও তার অকৃতজ্ঞতা থেকে আপনার আশ্রয় চাচ্ছি। অথবা নিয়ামতের ওপর আপনার প্রশংসা না করে ভুলে...
  7. Golam Rabby

    আল্লাহ যার কল্যাণ চান!

    ইমাম ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন, 'আল্লাহ যখন কোনো বান্দার জন্য কল্যাণ চান, তখন তাকে স্বীয় পাপ স্বীকারের যোগ্যতা এবং অন্যের পাপ অন্বেষণ করা থেকে বিরত থাকার তাওফীক দান করেন। আর সে স্বীয় সম্পদ নিয়েই প্রাচুর্য বোধ করে ও অন্যের সম্পদ থেকে বিমুখ থাকে এবং অন্যের দুঃখকষ্টের ভার বহন করে। আর...
  8. Golam Rabby

    নেয়ামত নাফরমানীতে ব্যবহার না করাটাই শোকর আদায়

    সাহল আত-তুসতারী (রাহিমাহুল্লাহ) বলেন, 'আল্লাহর কোনো নেয়ামত পেয়ে সে নেয়ামত তাঁর নাফরমানীতে ব্যবহার না করাটাই শোকর আদায়। তোমার প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ ও গোটা দেহ আল্লাহর নিয়ামত। অতএব, কোনো অঙ্গ বা দেহের কোনো অংশ তাঁর নাফরমানীমূলক কাজে ব্যবহার করবে না।' – তামবীহুল মুগতাররীন, পৃ: ১৫৩
  9. Golam Rabby

    নিয়ামত যেভাবে হারিয়ে যায়

    'বান্দা কোনো গুনাহ করলে আল্লাহর দেওয়া একটা নিয়ামত তার থেকে সরে যায়। সে তাওবাহ করে ফিরে এলে সেই নিয়ামত বা সে রকমই একটা নিয়ামত আবার ফিরে পায়। আর যদি গুনাহর উপর অটল থাকে, তাহলে সেই নিয়ামত আর ফিরে পায় না। এভাবে গুনাহগুলো একের পর এক নিয়ামত সরাতে থাকে, এক পর্যায়ে সব নিয়ামত তার থেকে ছিনিয়ে নেওয়া হয়।'...
  10. Golam Rabby

    অন্যান্য নিয়ামতের চমৎকার শ্রেণিবিন্যাস

    আব্বাসীয় খলীফা মামুনুর রশীদের নিকট একবার এক বেদুইন এসে বলল, 'হে আমীরুল মুমিনীন! নিয়মিত শুকরিয়া আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ওপর সেই নিয়ামাতকে স্থায়ী করুন, যার মধ্যে আপনি রয়েছেন। তিনি তাঁর প্রতি সুধারণা ও ধারাবাহিকভাবে তাঁর আনুগত্য করার মাধ্যমে আপনার জন্য সেই নিয়ামাতের ব্যবস্থা করুন, যা...
  11. Golam Rabby

    কাহিনি এ রিযক কতই না উত্তম!

    উমর ইবনুল খাত্তাব (রদিয়াল্লাহু আনহু) খাবারের দোষ ধরতেন না কখনো। তাঁর গোলাম ইয়ারফা অথবা আসলাম (রহিমাহুল্লাহ) বলেন, 'অবশ্যই আমি এমন অবস্থার সৃষ্টি করব যে, দোষ ধরতে বাধ্য হবেন তিনি।' এরপর তিনি দুধ টক বানিয়ে ফেলেন। তারপর তা পেশ করেন উমর (রদিয়াল্লাহু আনহু)-এর নিকট। গোলাম বলেন, 'তিনি আমার থেকে দুধ...
  12. Golam Rabby

    বিষয়টিকে ভয় কোরো

    সালামা ইবনু দীনার (রহিমাহুল্লাহ) বলেছেন, ‘যখন দেখবে, অবিরামভাবে আল্লাহ তাআলা তোমার ওপর নিয়ামাত দান করছেন অথচ তুমি রয়েছ গুনাহে লিপ্ত; তখন তুমি বিষয়টিকে ভয় কোরো।’ – ইবনুল জাওযি, সিফাতুস সাফওয়া :২/১৫৯
  13. Golam Rabby

    বিলাসী লোকদের কাছে কম যাতায়াত কর

    আবু আব্দুর রহমান আস সুলামী (৩২৫-৪১২ হি) বলেন, ‘দুনিয়াদার বিলাসী লোকদের কাছে কম যাতায়াত কর। কেননা ঘন ঘন তাদের সাথে সাক্ষাৎ করলে এবং তাদের চাকচিক্যের দিকে তাকালে তোমার প্রতি আল্লাহর বড় বড় নে‘আমতরাজিকে তুচ্ছ জ্ঞান করে বসবে।’ – আবূ আব্দুর রহমান, ওয়াছিয়্যাতুশ শায়েখ আস-সুলামী (ত্বানত্বা, মিসর...
Back
Top