আবু হাজেম (রহিমাহুল্লাহ)-কে জিজ্ঞেস করা হলো, ‘আপনি দারিদ্র্যের ভয় পান না?’
তিনি উত্তর দিলেন, ‘আমার মালিকের অধীনে যখন আকাশ, পৃথিবী এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু, তখন আমি দারিদ্র্যের ভয় কীভাবে পাই?’
[জামিউল উলুমি ওয়াল হিকাম : ২/১৮০]
কোনো ব্যক্তির নিকটে যদি তার নিজের ও যাদের ভরণপোষণ করা তার দায়িত্ব তাদের জন্য ঈদুল ফিত্বরের দিনের খাবার থাকে, এর সাথে যদি আরো অতিরিক্ত এক সা খাবার থাকে, তাহলে সে যাকাতুল ফিত্বর দিবে। কেননা হাদীছে রয়েছে, 'এই দিনে তাদের (মানুষের কাছে চাওয়া থেকে) অমুখাপেক্ষী করে দাও'। ইমাম বায়হাক্বী ও দারাকুত্বনী...
‘মহান প্রভু পরীক্ষাস্বরূপ তাঁর প্রিয় বান্দাদের দুনিয়ার ধনসম্পদ থেকে দূরে রাখেন। অভাব-অনটন ও দুঃখ-দারিদ্র্য দিয়ে তাদের ঈমান পরখ করেন। এরপর তাদের পুরস্কারের ব্যবস্থা করেন। অপরদিকে, পাপী ও গুনাহগার বান্দাদের তিনি দুনিয়ার প্রাচুর্য ও ভোগ-সম্ভার দান করেন। তাদের আমৃত্যু দুনিয়ার মোহে আচ্ছন্ন করে রাখেন।...
উত্তর : যাবে। হযরত আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) একটি গরুর চামড়া বিক্রয় করে এর মূল্য ছাদাক্বা করে দেন (ইসহাক বিন রাহওয়াইহ, মাসায়েলে ইমাম আহমাদ ৮/৪০৪৮-৪৯)। উল্লেখ্য যে, উক্ত অর্থ নিজে ভোগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ (ছহীহুত তারগীব হা/১০৮৮)।
- মাসিক আত তাহরীক, জুন ২০২৩