আখিরাত
-
ইমাম হাসান বাসরীর মৃত্যুভাবনা
• খ্যাতনামা তাবেঈ হাসান বাছরী (২১-১১০ হি.) বলেন, হে আদম সন্তান! মুমিন ব্যক্তি সর্বদা ভীত অবস্থায় সকাল করে, যদিও সে সৎকর্মশীল হয়। কেননা সে সর্বদা দু'টি ভয়ের মধ্যে থাকে। (ক) বিগত পাপ সমূহের ব্যাপারে। সে জানেনা আল্লাহ সেগুলির বিষয়ে কি করবেন। (খ) মৃত্যুর ভয়, যা এখনো সামনে আছে। সে জানেনা আল্লাহ তখন...- Golam Rabby
- Thread
- আখিরাত দুনিয়া মৃত্যু
- Replies: 1
- Forum: সালাফ কথন
-
অন্যান্য অসুস্থতা, জানাযা ও কবর সম্পর্কিত হাদীস - পর্ব: ১
• আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা:)-এর নিকট দিয়ে একটি জানাযা অতিক্রান্ত হলো এবং ছাহাবীগণ তার ব্যাপারে প্রশংসা করলেন। তিনি বললেন, 'ওয়াজিব হয়ে গেল'। অতঃপর আরেকটি জানাযা অতিক্রান্ত হলো, ছাহাবীগণ তার ব্যাপারে মন্দ কথা বর্ণনা করলেন। অতঃপর তিনি বললেন, 'ওয়াজিব হয়ে গেল। নিশ্চয়ই...- Golam Rabby
- Thread
- আখিরাত কবর রোগ
- Replies: 0
- Forum: অন্যান্য
-
লেনদেন ও ব্যবসা ঋণ পরিশোধ না করা জাহান্নামে যাওয়ার কারণ
ঋণ রেখে মারা গেলে এবং তা মৃতের পক্ষ থেকে কেউ পরিশোধ না করলে জান্নাতে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, سُبْحَانَ اللهِ مَاذَا نُزِّلَ مِنَ التَّشْدِيْدِ، فَسَكَتْنَا وَفَزِعْنَا فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ سَأَلْتُهُ يَا رَسُوْلَ اللهِ مَا هَذَا التَّشْدِيْدُ الَّذِى نُزِّلَ فَقَالَ،...- Golam Rabby
- Thread
- আখিরাত জাহান্নাম লেনদেন
- Replies: 0
- Forum: অন্যান্য
-
খলীফার প্রতি ইমাম মালিকের উপদেশ - ০১
আমিরুল মুমিনিন, আপনি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন। মৃত্যুর বিভীষিকা নিয়ে একটু ভাবুন। কল্পনার চোখে আপনার মৃত্যু ও মৃত্যুপরবর্তী অবস্থা দেখুন। চোখদুটো বন্ধ করে ঘুরে আসুন কিয়ামতের মুহূর্ত ও হাশরের ময়দান থেকে। ভাবুন, আপনি আল্লাহর সামনে অবনত হয়ে দাঁড়িয়ে আছেন। এখনই বিচারকার্য শুরু হয়ে যাবে। আপনার...- Golam Rabby
- Thread
- আখিরাত নাসীহাহ মৃত্যু
- Replies: 0
- Forum: সালাফ কথন
-
মৃত্যু ও পরবর্তী কিয়ামত, ফেতনা ও পুনরুত্থান দিবস সম্পর্কিত হাদীস, পর্ব: ২
• আবু হুরায়রা (রা:) হতে মারফু'সূত্রে বর্ণিত আছে, রাসূল (সা:) বলেছেন, 'ইয়াহুদীরা ৭১ বা ৭২ দলে বিভক্ত হয়েছিল এবং খ্রিষ্টানরা ৭১ বা ৭২ দলে বিভক্ত হয়েছিল। আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে'। [আবূ দাউদ, ২/৫০৩; তিরমিযী, ৩/৩৬৭; সিলসিলাহ আস সহীহা : ২৫২৬/২০৩] • ইবনু মাসউদ (রা:) হতে মারফু'সূত্রে বর্ণিত...- Golam Rabby
- Thread
- আখিরাত কিয়ামতের আলামত ফিতনা
- Replies: 0
- Forum: অন্যান্য
-
মৃত্যু ও পরবর্তী ওযূ না করে ছালাত আদায় ও মযলুমকে সাহায্য না করার পরিণাম
রাসূল (ছাঃ) বলেন, ‘আল্লাহর জনৈক বান্দাকে কবরে একশ’ কশাঘাতের আদেশ দেওয়া হল। তখন সে তা কমানোর জন্য বার বার আবেদন-নিবেদন করতে থাকল। শেষ পর্যন্ত এক কশাঘাত অবশিষ্ট থাকল। তাকে একটি মাত্র কশাঘাতই করা হল। তাতেই তার কবর আগুনে ভরে গেল। তারপর যখন তার থেকে শাস্তি তুলে নেওয়া হল এবং সে হুঁশ ফিরে পেল তখন সে...- Golam Rabby
- Thread
- আখিরাত ওযু যুলুম
- Replies: 0
- Forum: অন্যান্য
-
মৃত্যু ও পরবর্তী জাহান্নামীরা যখন ক্ষুধার কথা বলবে!
সাঈদ ইবনে জুবায়ের (রা:) বলেন যে, ‘জাহান্নামীরা যখন ক্ষুধার কথা বলবে তখন তাদেরকে যাক্কুম খাওয়ানো হবে। ফলে তাদের মুখের চামড়া সম্পূর্ণ খসে পড়বে। এমনকি কোনো পরিচিত ব্যক্তি সেই মুখের চামড়া দেখেই তাদেরকে চিনে ফেলতে পারবে। তারপর পিপাসায় ছটফট করে যখন পানি চাইবে তখন গলিত তামার মতো গরম পানি তাদেরকে পান...- Golam Rabby
- Thread
- আখিরাত জাহান্নাম শাস্তি
- Replies: 0
- Forum: অন্যান্য
-
পার্থিব জীবন এবং আখিরাতের স্মরণ
আহমাদ ইবন আবিল হাওয়ারী বলেছেন; আমি প্রখ্যাত আবিদাহ, রাবিয়াকে (রাহিমাহাল্লাহ) বলতে শুনেছি - তিনি বলেছেন: “আমি যখনই আযান শুনেছি আমি কিয়ামতের ঘোষণাকারীর কথা স্মরণ করেছি, আর আমি যখনই তুষার পড়তে দেখেছি আমি আমলনামার পৃষ্ঠাগুলো উড়ে যাওয়ার কথা স্মরণ করেছি, আর আমি যখনই পঙ্গপালের ঝাঁক দেখেছি আমি হাশরের...- Golam Rabby
- Thread
- আখিরাত দুনিয়া মৃত্যু
- Replies: 0
- Forum: সালাফ কথন
-
মৃত্যু ও পরবর্তী যে জান্নাতী নারীর স্বামী জাহান্নামী
যে নারীর স্বামী জান্নাতে প্রবেশ করেনি তার অবস্থা কি হবে সে সম্পর্কে শায়খ উছায়মীন (রহঃ) বলেন, ‘মহিলা যদি জান্নাতবাসী হন আর তিনি বিবাহ না করেন কিংবা তার স্বামী জান্নাতী না হন, সে ক্ষেত্রে তিনি জান্নাতে প্রবেশ করলে সেখানে অনেক পুরুষ দেখতে পাবেন যারা বিবাহ করেনি।’ অর্থাৎ তাদের কেউ তাকে বিবাহ করবেন।...- Golam Rabby
- Thread
- আখিরাত নারী
- Replies: 0
- Forum: অন্যান্য
-
দুনিয়া কাকে বলে, তুমি জান?
একদিন জাবের অথবা জুবায়ের নামের একজন ব্যক্তি ওমর (রাঃ) নিকট এসে দুনিয়া সংক্রান্ত কিছু কথাবার্তা বলছিলেন। তার পাশেই সাদা চুল, দাড়ি ও সাদা পোষাক পরিহিত একজন ব্যক্তি ছিলেন। জুবায়ের কথাবার্তা শুনে তিনি তাকে প্রশ্ন করলেন, দুনিয়া কাকে বলে, তুমি জান? উত্তর না পেয়ে তিনি বললেন, দুনিয়ার আমল আখেরাতের সম্বল...- Golam Rabby
- Thread
- আখিরাত আমল দুনিয়া
- Replies: 0
- Forum: সালাফ কথন
-
আমলকে নিত্যসঙ্গী বানাও
‘আল্লাহ তার প্রতি দয়া করুন, যে মানুষের অঢেল সম্পদ দেখে প্রভাবিত ও প্রতারিত হয় না। হে আদম সন্তান! তুমি নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করবে। নিঃসঙ্গ অবস্থায় কবরে প্রবেশ করবে। নিঃসঙ্গ অবস্থায় পুনরুত্থিত হবে এবং নিঃসঙ্গ অবস্থায়ই হিসাবের সম্মুখীন হবে। সুতরাং, এই বহুবিধ নিঃসঙ্গতার জন্য এখনই আমলকে...- Golam Rabby
- Thread
- আখিরাত ধন-সম্পদ নেক আমল
- Replies: 0
- Forum: সালাফ কথন
-
তাকওয়াবানদের ধ্বংস হয়ে যাওয়ার জন্য সৃষ্টি করা হয়নি
বিলাল বিন সাদ (রাহিমাহুল্লাহ) বলেন, “হে তাকওয়াবান লোকেরা, তোমাদের ধ্বংস হয়ে যাওয়ার জন্য সৃষ্টি করা হয়নি; বরং তোমরা এক পর্যায় থেকে আরেক পর্যায়ে স্থানান্তরিত হওয়ার জন্য এসেছ। তোমরা (তোমাদের পিতার) শুক্রাণু থেকে মায়ের গর্ভে এসেছ, তারপর মায়ের গর্ভ থেকে এই দুনিয়ার জীবনে এসেছ। এই দুনিয়া থেকে তোমরা...- Golam Rabby
- Thread
- আখিরাত তাকওয়া দুনিয়া
- Replies: 0
- Forum: সালাফ কথন
-
আজই সম্পন্ন করো এবং আজই বর্জন করো
সালমান ইবনু দিনার (রাহিমাহুল্লাহ) বলেছেন- ‘যেসব কাজকে তুমি আখিরাতের সঙ্গী করে নিতে চাও, তা আজই সম্পন্ন করো। আর যে কাজের ব্যাপারে তুমি চাও না যে তা আখিরাতে তোমার সাথে থাকুক, তা আজই বর্জন করো।’ – সিফাতুস সাফওয়া, খন্ড: ২- Golam Rabby
- Thread
- আখিরাত আমল দুনিয়া
- Replies: 0
- Forum: সালাফ কথন
-
প্রয়োজন অনুপাতে শ্রম – ইমাম সুফিয়ান সাওরী
• একবার কেউ একজন ইমাম সুফিয়ান আস সাওরী রাহিমাহুল্লাহর কাছে উপদেশ চাইলে তিনি বলেন, ‘দুনিয়ার জন্য ততটুকু কাজ করো, যতটুকু সময় তুমি এখানে থাকবে। আর আখিরাতের জন্য ততটুকু কাজ করো, যতটুকু সময় তুমি সেখানে থাকবে।’ [1] • ইমাম সুফিয়ান আস সাওরী (রাহিমাহুল্লাহ) বলতেন, ‘যে দুনিয়ার মায়া-মোহে আটকা পড়ে এবং...- Golam Rabby
- Thread
- আখিরাত আমল দুনিয়া
- Replies: 2
- Forum: সালাফ কথন
-
মৃত্যু ও পরবর্তী কবরবাসীরা আপনার কাছে থাকা সুযোগ চায়
ভিডিয়োতে – শাইখ ড. সুলাইমান বিন সালিমুল্লাহ আর রুহাইলী (হাফিজাহুল্লাহ) [প্রফেসর, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব]- Golam Rabby
- Thread
- আখিরাত ইবাদত মৃত্যু
- Replies: 0
- Forum: অন্যান্য
-
কিছু চাও
ইমাম ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ) বলেছেন: “আল্লাহর কসম! যদি কবরবাসীদেরকে বলা হতো, 'কিছু চাও।' তাহলে অবশ্যই তারা রামাদানের আরেকটি দিন পাওয়ার আকাঙ্ক্ষা করত।” – তাবসিরাহ (২/৭৫)- Golam Rabby
- Thread
- আখিরাত কবর সিয়াম ও রামাদান
- Replies: 0
- Forum: সালাফ কথন
-
মৃত্যু ও মৃত্যুর স্মরণ সম্পর্কে – ইমাম হাসান বাসরী
• সালিহ আল মাররি বলেন, হাসান আল বাসরির মৃত্যুকালে আমরা তার কাছে উপস্থিত ছিলাম। তিনি বারবার 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'পড়ছিলেন। তার পুত্র ভেবেছিলেন, তিনি দুনিয়ার মায়ায় পড়ে এমন করছেন। তাই জিজ্ঞেস করলেন, আব্বাজান! আপনি কি দুনিয়ার জন্য এমনটা করছেন? উত্তরে তিনি বললেন, দুনিয়ার জন্য নয়...- Golam Rabby
- Thread
- আখিরাত দান মৃত্যু
- Replies: 0
- Forum: সালাফ কথন
-
কিয়ামতের দিনে সবচেয়ে আফসোসকারী
‘কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি আফসোস করবে, যাকে মহান আল্লাহ অঢেল সম্পদ দিয়েছিলেন; কিন্তু সে সম্পদ পেয়ে কৃপণতা করেছে। আল্লাহর নির্দেশিত পথে দান করেনি। মৃত্যুর পরে তার পরিত্যক্ত সম্পদ ওয়ারিসদের মালিকানায় চলে গেছে। তারা হাত খুলে আল্লাহর রাস্তায় খরচ করেছে। এভাবে তাদের আমলনামা ভারী হয়েছে।...- Golam Rabby
- Thread
- আখিরাত কিয়ামত ধন-সম্পদ
- Replies: 0
- Forum: সালাফ কথন
-
জাহান্নামিদের কান্না
‘জাহান্নামিরা জাহান্নামে এত বেশি কান্না করবে যে, তাদের চোখের পানিতে জাহাজ ভাসিয়ে দেওয়া হলেও সেটা অনায়াসে ভেসে যাবে। কান্না করতে করতে এক পর্যায় অশ্রুর পরিবর্তে রক্ত ঝরতে থাকবে। এরকম কঠিন পরিস্থিতি থেকে যদি বাঁচতে চাও, তাহলে এখুনি কান্না করে নাও।’ – আবু মুসা আশআরি (রাদিয়াল্লাহ আনহু) [হিলইয়াতুল...- Golam Rabby
- Thread
- আখিরাত জাহান্নাম শাস্তি
- Replies: 1
- Forum: সালাফ কথন
-
মৃত্যু ও পরবর্তী জাহান্নামে সাপ ও বিচ্ছুর দংশন
রসূলুল্লাহ (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, নিশ্চয়ই জাহান্নামে উটের ঘাড়ের মতো (উঁচু) সাপ রয়েছে। সেগুলো কোন ব্যক্তিকে দংশন করলে সেটির জ্বলন্ত ব্যথা ঐ ব্যক্তি চল্লিশ বছর পর্যন্ত অনুভব করবে। এছাড়াও (জাহান্নামে) আবরণে ঢাকা খচ্চরের মতো (বড়) বিচ্ছু রয়েছে। সেগুলো কোন ব্যক্তিকে দংশন করলে...- Golam Rabby
- Thread
- আখিরাত জাহান্নাম শাস্তি
- Replies: 0
- Forum: অন্যান্য