ইমাম সুফিয়ান আস সাওরী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যুহদ বা দুনিয়াবিমুখতা দু-প্রকার :
এক. ফরজ,
দুই. নফল।
ফরজ যুহদ হলো, মিথ্যা বড়াই, গর্ব-অহংকার, সুনাম-সুখ্যাতি এবং আত্মপ্রদর্শন ও প্রদর্শনেচ্ছা বর্জন করা।
নফল যুহদ হলো, আল্লাহ তোমাকে যেসব হালাল নিয়ামত দান করেছেন, সেসব বর্জন করা। তবে তুমি যদি হালাল...