রিযিক

  1. Golam Rabby

    অন্যান্য পাপকাজের পাঁচটি কুফল

    ইমাম ইবনে তাইমিয়া {رحمه الله} বলেন: ইবনে আব্বাস {رضى الله عنه} বলেন, “নিশ্চয় পাপকাজে লিপ্ত হলে তার কারণে— (১) অন্তরে অন্ধকার সৃষ্টি হয়, (২) চেহারা কালো হয়, (৩) শরীর দূর্বল হয়, (৪) রিযিক কমে যায় এবং (৫) তার প্রতি মানুষের ঘৃণা তৈরী হয়”। [মাজমাউল ফাতাওয়া : ১৫/২৮২]
  2. Golam Rabby

    অন্যান্য রিযিকে প্রশস্ততা লাভের কিছু উপায়

    রিযিকে প্রশস্ততা লাভের অনেক মাধ্যম কুরআন হাদীছে বর্ণিত হয়েছে। জ্ঞাতার্থে কয়েকটি উল্লেখ্য করা হলো- ১. তাক্বওয়ার (আল্লাহভীতি) পথ অবলম্বন করা। মহান আল্লাহ বলেন, ‘যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ তৈরী করে দেন। আর তাকে তার ধারণাতীত উৎস থেকে দান করবেন রিযিক’ (আত-তালাক্ব, ৬৫/২-৩)। ২...
  3. Golam Rabby

    হৃদয়স্পর্শী বাণী - ২

    • আমর ইবনু মাইমূন (রহিমাহুল্লাহ) বলেন, 'আমার পিতা খুব বেশি ছিয়াম রাখতেন না বা বেশি ছালাত পড়তেন না, তবে তিনি আল্লাহর অবাধ্যতা অপসন্দ করতেন।' [কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ২৭৯] • সাঈদ ইবনু যুবাইর (রহিমাহুল্লাহ) বলেন, 'সম্পদ নষ্ট করার অন্যতম রূপ হল আল্লাহ তোমাকে যে হালাল রিযিক দিয়েছেন তা...
  4. Golam Rabby

    অন্যান্য যেসব পাপে লিপ্ত হলে মানুষের রিযিকে বরকত কমে যায়

    বেশ কিছু পাপ রয়েছে যাতে লিপ্ত হলে মানুষের রিযিকে বরকত কমে যায়। যেমন- ১. যেনায় লিপ্ত হওয়া। (ইবনু মাজাহ, হা/৪০১৯; ছহীহুত তারগীব, হা/৭৬৫) ২. মাপে বা ওযনে কম দেওয়া। (ছহীহাহ, হা/১০৬) ৩. আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করা। (ছহীহাহ, হা/৪০০৯) ৪. যাকাত না দেওয়া। (ছহীহাহ, হা/৪০০৯) ৫. সূদ খাওয়া।...
  5. Golam Rabby

    নেক আমল ও বদ আমলের প্রভাব

    আব্দুল্লাহ ইবনে আববাস (রাঃ) বলেন, إن للحسنة نورا في القلب، وزينا في الوجه، وقوة في البدن، وسعة في الرزق، ومحبة في قلوب الخلق . وإن للسيئة ظلمة في القلب، وشينا في الوجه، ووهنا في البدن، ونقصا في الرزق، وبغضة في قلوب الخلق ‘নিশ্চয় নেক আমলের প্রভাব হল- অন্তরের আলো, চেহারার উজ্জ্বলতা, শরীরের...
  6. Golam Rabby

    কাহিনি এ রিযক কতই না উত্তম!

    উমর ইবনুল খাত্তাব (রদিয়াল্লাহু আনহু) খাবারের দোষ ধরতেন না কখনো। তাঁর গোলাম ইয়ারফা অথবা আসলাম (রহিমাহুল্লাহ) বলেন, 'অবশ্যই আমি এমন অবস্থার সৃষ্টি করব যে, দোষ ধরতে বাধ্য হবেন তিনি।' এরপর তিনি দুধ টক বানিয়ে ফেলেন। তারপর তা পেশ করেন উমর (রদিয়াল্লাহু আনহু)-এর নিকট। গোলাম বলেন, 'তিনি আমার থেকে দুধ...
  7. Golam Rabby

    রিযিক লাভের দু'টি চাবি

    ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেন, ‘রিযিক লাভের চাবিকাঠি হলো- ১) ক্ষমাপ্রার্থনা, ২) আল্লাহভীতির মাধ্যমে প্রচেষ্টা চালানো।’ – ইবনুল কাইয়্যিম, হাদিয়ুল আরওয়াহ, পৃ. ৬৯
  8. Golam Rabby

    জীবিকা ছাড়া বান্দা বাঁচতে পারে না

    শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ (৬৬১-৭২৮ হি) বলেন, ‘জীবিকা ছাড়া বান্দা বাঁচতে পারে না। যখন সে আল্লাহর কাছে রিযিক চায়, তখন সে আল্লাহর গোলাম হয়ে যায় এবং তাঁরই মুখাপেক্ষী থাকে। কিন্তু যখন সে কোন সৃষ্টির কাছে রিযিক কামনা করে, তখন সে ঐ সৃষ্টির দাসে পরিণত হয় এবং তার দিকে অভাবী ও মুখাপেক্ষী হয়ে পড়ে।’ –...
  9. Golam Rabby

    অন্যান্য না চাইতেই যাকে কিছু দান করা হয়

    • সালিম ইবনু আব্দুল্লাহ (রাদিআল্লাহু আনহু) তাঁর পিতা (আব্দুল্লাহ) থেকে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনু উমার (রাদিআল্লাহু আনহুমা) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন উমার ইবনুল খাত্ত্বাব (রাদিআল্লাহু আনহু)- কে কিছু দান করতেন, তখন তিনি বলতেন, সে আমার চেয়ে বেশি অভাবগ্রস্ত, তাকে দিন।...
  10. Golam Rabby

    কিয়ামতের দিন সংগত কারণে তোমাকেও উপস্থিত করা হবে

    একবার এক দরবারি লিপিকারকে লক্ষ্য করে ইমাম সুফিয়ান আস সাওরী (রাহিমাহুল্লাহ) বলেন- তুমি কিছুদিন অমুক গভর্নরের লিপিকার ছিলে। সে পদচ্যুত হলে আরেকজন ক্ষমতায় আসে। তুমি তারও লিপিকার ছিলে। সেও যখন পদচ্যুত হয় এবং আরেকজন ক্ষমতায় আসে, তুমি তারও লিপিকার নিযুক্ত হও। কিয়ামতের দিন তোমার মতো লোকের দশা হবে সবার...
  11. Golam Rabby

    ইস্তিগফার রিযিক আনয়নকারী

    ‘কেউ ইস্তিগফারের বৈশিষ্ট্যে বিভূষিত হলে (অর্থাৎ প্রচুর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে) আল্লাহ তার জন্য রিযিক অর্জনকে সহজ করে দেন, তার কাজ কর্মকে সহজসাধ্য করে দেন, তার মর্যাদা ও শক্তিকে হিফাযত করেন।’ – ইমাম ইবন কাসীর (রাহিমাহুল্লাহ) [তাফসিরুল কুরআনিল আযীম: ৪/৩২৯, দারুতাইয়্যিবাহ, ১৯৯৯ ঈ.]
  12. Golam Rabby

    নেককার স্ত্রী হলো রিযিক

    “স্ত্রী নেককার হওয়ার পেছনে তোমার কোন হাত নেই: বরং এটি রিযিক, যা আল্লাহ তা'আলা তাঁর মুত্তাকী বান্দাদের দান করেন!” – ইমাম ইবনুল আরাবি আল মালিকী (রাহিমাহুল্লাহ) [আল আহকামুল কুরআন: ১/৫৩৭]
  13. Golam Rabby

    পারিবারিক ফিকাহ জীবিকার জন্য পরিবার থেকে দূরে প্রবাসে কতদিন থাকা জায়েজ?

    উত্তর : জীবিকা অন্বেষণের উদ্দেশ্যে নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে প্রবাসে কতদিন পর্যন্ত থাকা যায়? এর উত্তরে শায়খ মুহাম্মাদ ইবনু ছালিহ আল-উছাইমীন, সউদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটির আলেমগণ, ‘সমাজের মানুষ এটি ভালো করেই জানে যে, কোন ব্যক্তির জন্য তার স্ত্রী থেকে দীর্ঘদিন অনুপস্থিত থাকা উচিত নয়। কেননা...
  14. Golam Rabby

    এই তিনটি গুণে, জ্ঞান পূর্ণতা পায়

    প্রখ্যাত তাবেঈ আবূ হাযেম আল-আশজাঈ (মৃ. ১০০ হি.) বলেন, যার মধ্যে তিনটি গুণ রয়েছে, তার জ্ঞান পূর্ণতা লাভ করেছে। (তা হলো) ১) যে নিজেকে চিনতে পেরেছে, ২) নিজের জিহবাকে সংযত রেখেছে এবং ৩) আল্লাহ তাকে যে রিযিক দিয়েছেন, তাতেই সন্তুষ্ট থেকেছে। — ইবনু কুদামা, মুখতাছার মিনহাজুল ক্বাছেদীন, পৃ. ১৯৯
  15. Golam Rabby

    আদব ও শিষ্টাচার সর্বোত্তম আখলাক

    উকবা ইবনু আমির (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর সাথে সাক্ষাৎ করলাম। এরপর দ্রুত এগিয়ে গিয়ে আমি তাঁর হাত ধরলাম, (বর্ণনাকারী বলেন) অথবা তিনি দ্রুত এগিয়ে এসে আমার হাত ধরলেন। তারপর বললেন, “হে উকবা, আমি কি তোমাকে দুনিয়াবাসী ও...
  16. Golam Rabby

    ফাযায়েলে আমল রিযিক বৃদ্ধির কিছু আমল

    রিযিক বৃদ্ধির কিছু আমল হল : ১. আল্লাহ তা'আলাকে ভয় করা। আল্লাহ–তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘আমি তাদের বলেছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধনসম্পদ ও সন্তানসন্ততিতে উন্নতি দান করবেন...
  17. Golam Rabby

    তাকওয়াকে তোমার হৃদয়ের গভীরে প্রোথিত করো

    ইসলামের দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব (রাদিআল্লাহু আনহু) তাঁর পুত্র আব্দুল্লাহ (রাদিআল্লাহু আনহু) এর নিকট প্রেরিত পত্রে লেখেন : “পরসমাচার। আমি তোমাকে তাকওয়া অবলম্বনের নির্দেশ প্রদান করছি। কেননা, যে আল্লাহকে ভয় করবে, তিনি তাকে রক্ষা করবেন। যে আল্লাহকে উত্তম ঋণ দেবে আল্লাহ তাকে তার প্রতিদান...
  18. Golam Rabby

    যে দুআটির কারণে কারণে আল্লাহ মুসা আলাইহিস সালামকে স্ত্রী, বাসস্থান এবং কর্ম দিয়েছিলেন

    “রাব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাক্বীর”— এই এক বাক্যে আছে কৃতজ্ঞতা, প্রশংসা আর দোয়ার সমন্বয়। এই বাক্য বলার কারণে আল্লাহ মুসা আলাইহিস সালামকে স্ত্রী, বাসস্থান এবং কর্ম দিয়েছিলেন। - ইবন আশূর (রাহিমাহুল্লাহ) [আত-তাহরীর ওয়াত-তানওয়ীর: ২০/৩৮৮]
  19. Golam Rabby

    প্রবন্ধ স্রষ্টা কেনো তাঁর অনুগ্রহের অসম বন্টন করলেন?

    সব মানবসমাজেই উদারতা এবং নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকাকে একটি মহৎ গুণ মনে করা হয়। কিন্তু সবার কাছে সমপরিমাণ সম্পদ থাকলে এই দুটি গুণের একটিও বিকাশ লাভ করতে পারত না। উদারতা শুধুমাত্র তখনই অর্জন করা যাবে যখন একজন মানুষ সম্পদ জমা করে রাখার আকাঙ্ক্ষা দমন করে দরিদ্রদের দান করাটাকে একটি মহৎ কাজ...
  20. Golam Rabby

    তাওবা ক্ষমা প্রার্থণায় রিযিক আসে

    আল্লাহ বলেন, ‘তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধারে বারি বর্ষণকারী মেঘমালা প্রেরণ করবেন। তিনি তোমাদের সম্পদ ও সন্তানাদি বৃদ্ধি করে দিবেন এবং তোমাদের জন্য বাগিচাসমূহ সৃষ্টি করবেন ও নদীসমূহ প্রবাহিত করবেন’। (নূহ ৭১/১০-১২) আল্লাহ...
Back
Top