ওযু

  1. Golam Rabby

    পবিত্রতা কখন তায়াম্মুম করবে? এবং বিশুদ্ধ হওয়ার শর্তাবলী কী কী?

    তায়াম্মুম দ্বারা ওযু ও গোসল উভয়টির বিপরীতে পবিত্রতা অর্জিত হওয়ার ব্যাপারে সবাই ঐকমত্য পোষণ করেছেন। এটি এ উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ ছাড়। নিম্নলিখিত অবস্থাসমূহের কোনোটি পাওয়া গেলে তায়াম্মুম করতে হয় - (১) পানি পাওয়া না গেলে বা পানি দূরে থাকলে। (২) কারো শরীরে ক্ষত থাকলে বা...
  2. Golam Rabby

    সালাত সালাতরত অবস্থায় শরীরের কোন স্থান থেকে রক্ত বের হতে দেখলে ছালাত ছেড়ে দিতে হবে কি?

    উত্তর : রক্ত বের হওয়ার কারণে ছালাত ছাড়বে না। কেননা রক্ত বের হওয়া ওযূ ভঙ্গের কারণ নয়। রক্ত বের হলে ওযূ করতে হবে মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে তা যঈফ।[১] বরং বাকর (রহঃ) বলেন, আমি ইবনু ওমর (রাঃ)-কে দেখেছি, তিনি তার মুখমন্ডলে উঠা ফোড়ায় চাপ দিলেন ফলে কিছু রক্ত বের হল। তখন তিনি আঙ্গুল দ্বারা ঘষে দিলেন।...
  3. Golam Rabby

    পবিত্রতা গোসলের পূর্বে মেসওয়াকের বিধান

    উত্তর : গোসলের সময় বা পূর্বে মেসওয়াক করার বিষয়টি সুন্নাহ হিসাবে প্রমাণিত নয়। কেউ কেউ একে মুস্তাহাব বলে উল্লেখ করেছেন। যেমন: সাবেক সৌদি গ্রান্ড মুফতি শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মেসওয়াক করা মুস্তাহাব বলা যেতে পারে, তা ওয়াজিব নয়’। [ইবন বায, মাজমূঊ ফাতাওয়া, ২৫তম খণ্ড, পৃ. ৩৪২] তাই তা আগে...
  4. Golam Rabby

    পবিত্রতা ওযুতে মাথা কি একাধিকবার মাসাহ করা যায়?

    প্রথম মত: একাধিকবার মাথা মাসাহ করা যাবে না। বরং একবারই মাত্র মাসাহ করা যায়। এটা অধিকাংশ আলেমের মত। তাদের দলীল হলো: সহীহ বুখারীতে বর্ণিত অনেকগুলো হাদীস এবং বুখারীর বাহিরে অন্যান্য গ্রন্থের হাদীসসমূহ, যেগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওযূর বিবরণ সম্বলিত। সেখানে মাসাহ করার...
  5. Golam Rabby

    পবিত্রতা ফরজ গোসলের পরে নামাজের জন্য কি নতুন করে ওজু করতে হবে?

    উত্তর : ফরয গোসল যা বড় নাপাকি (জানাবত: স্বপ্নদোষ, স্বামী-স্ত্রী মিলন, হায়িয, নিফাস)-এর কারণে করতে হয়, এর পরে উযূ করবে না, যদিও সুন্নাত নিয়মে (অর্থাৎ, এর আগে উযূ করা) গোসল না করা হয়। তবে গড়গড়া করে কুলি এবং নাকের গভীর পানি না পৌঁছালে গোসল হবেনা এবং এর মাধ্যমে সালাত আদায় করলে হবেনা। এমনকি...
  6. Golam Rabby

    পবিত্রতা নিতম্ভ স্পর্শ করলে কি ওযু ভঙ্গ হবে?

    উত্তর: কোন ব্যক্তি যদি তার নিজ নিতম্ভ স্পর্শ করে, তাহলে তার ওযূ ভঙ্গ হবে না। কিন্তু কেউ যদি মলদ্বারের বৃত্তে কাপড় ছাড়া স্পর্শ করে তাহলে ওযূ ভঙ্গ হয়ে যাবে। বুসরাহ্ (রাদিআল্লাহু আনহা) বলেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, مَنْ مَسَّ ذَكَرَهُ فَلْيَتَوَضَّأْ “যে নিজের...
  7. Golam Rabby

    পবিত্রতা শিশু বাচ্চার লজ্জাস্থান স্পর্শ করলে কি ওযু ভঙ্গ হবে?

    উত্তর: ওযু ভঙ্গ হবে না। কেননা এ ব্যাপারে কোন দলীল নেই। ইবনু কুদামা (রাহিমাহুল্লাহ) বলেন, “যে ব্যক্তি কোন শিশুর লজ্জাস্থান স্পর্শ করে তার উপর ওযু নেই। কেননা শিশুর লজ্জাস্থান স্পর্শ করা ও দেখা জায়েয।” – আল মুগনী, ১ম খন্ড, পৃষ্ঠা: ১১৮ – মাসিক আল ইখলাস, আগস্ট ২০২৪
  8. amir hamza

    অন্যান্য ওযুতে নিয়্যত করার হুকুম

    মাসআলাটির পূর্ণরূপ উপস্থাপন ওযুর ব্যাপারে পবিত্র কুরআনে সরাসরি চারটি বিষয় করতে বলা হয়েছে। সেখানে নিয়্যত করতে হবে এমন কোন কথা উল্লেখ নেই। তবে তাঁরা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে নিয়্যতের শর্তারোপ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন। কেননা, আল্লাহ তা'আলা বলেছেন: وَ مَاۤ اُمِرُوۡۤا اِلَّا...
  9. A

    প্রশ্ন অজু শেষে পাত্রের অবশিষ্ট পানি থেকে দাড়িয়ে এক আজলা পরিমাণ পানি খাওয়া কি সুন্নাত?

    السلام عليكم ورحمة الله وبركاته. অজু করার পর পাত্রের অবশিষ্ট পানি থেকে এক আজলা পরিমাণ পানি দাড়িয়ে খাওয়া কি সুন্নাত? বা হাদীসে এসেছে? জাযাকুমুল্লাহু খাইরান।
  10. Habib Bin Tofajjal

    প্রবন্ধ অজুর বিধান এবং অজুর ওয়াজিব, সুন্নাত ও ফযীলত

    হে মুসলিম বোন, আল্লাহ আপনাকে দ্বীনের জ্ঞান ও কল্যাণের পথ প্রদর্শন করুন! জেনে রাখুন, সালাত শুদ্ধ হওয়ার মূল ভিত্তি হচ্ছে অজু। অজু ছাড়া সালাত হবে না। মহাসত্যবাদী আল্লাহ তাআলা বলেন, يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى...
  11. S

    প্রশ্নোত্তর ওযু ও ফরয গোসলে মেয়েদের নাকফুল বা কানের দুল নাড়িয়ে ছিদ্রের মধ্যে পানি পৌঁঁছানো জরুরি কি?

    গোসলে মহিলাদের নাকফুল বা কানের দুল খুলে বা তা নাড়িয়ে ছিদ্রের ভিতর পানি পৌঁছনো আবশ্যক নয়। ওযুতে নাকের বাহ্যিক অংশে পানি পৌঁছানোই যথেষ্ট ইনশাআল্লাহ। তবে হাদীসে নাক ঝাড়া বা নাক পরিস্কার করার প্রতি গুরুত্ব এসেছে। তাই এ ব্যাপারে গুরুত্ব দেয়া উচিৎ। আর কান মাসেহ করার সময় কানের দুলের উপর দিয়ে হাত মাসেহ...
  12. S

    প্রশ্নোত্তর মহিলাদের লজ্জাস্থান (সামনের রাস্তা দিয়ে) বায়ু নির্গত হলে ওযু নষ্ট হয় কি?

    প্রশ্ন: আমরা জানি, পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে বায়ু বা কিছু বের হলে ওযু ভেঙ্গে যায়। কিন্তু এটা প্রায় সব মেয়েরই ঘটে যে, পেশাবের রাস্তা দিয়ে অনেক সময় বায়ুর মত বের হয়। এতেও কি ওযু ভেঙ্গে যায়? এটা চাইলেও রোধ করা যায় না। আসলে এটা অনেক লজ্জাজনক প্রশ্ন। কিন্তু অনেকেই এর সঠিক উত্তর জানি না। তাই দয়া...
  13. S

    প্রশ্নোত্তর অসুস্থতার কারণে পেট থেকে কিছুক্ষণ পরপর গ্যাস নির্গত হলে ওযু ও সালাতের বিধান

    পেট থেকে কিছুক্ষণ পরপর গ্যাস/বায়ু নির্গত হওয়া একটি স্বাস্থ্যগত সমস্যা বা রোগ। তাই এ অবস্থায় সালাত পরিত্যাগ করার সুযোগ নাই। বরং ওযু করে যথা নিয়মে সালাত আদায় করতে হবে। রোগের কারণে সালাতরত অবস্থায়ও যদি কিছুক্ষণ পরপর গ্যাস/বায়ু বের হয় তাতে সালাত ভঙ্গ হবে না। সালাত আদায়ের পর পুনরায় তা কাযা করারও...
Back
Top