দাড়ি

  1. Mahmud ibn Shahidullah

    প্রশ্নোত্তর দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব? এটি না রাখার পরিণতি কী?

    দাড়ি রাখা ওয়াজিব। রাসুলূল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তোমরা গোঁফ ছোট করবে এবং দাড়ি বড় রাখবে’ (সহীহ বুখারী, হা/৫৮৯৩; সহীহ মুসলিম, হা/২৫৯; তিরমিযী, হা/৪৪২১)। অন্যত্র দাড়ি লম্বা করে ও গোঁফ ছোট করে অগ্নিপূজকদের বিরুদ্ধাচরণ করার নির্দেশ দেয়া হয়েছে (সহীহ মুসলিম, হা/২৬০...
Back
Top