সফর অবস্থায় ফরয ছালাতে কসর করা ও ফরযের আগের ও পরের সুন্নাত ছালাত আদায় না করা সফরের আদব।[১] ওমর (রাঃ) বলেন, ‘আমি নবী করীম (ছাঃ)-এর সঙ্গে থেকেছি, সফরে তাঁকে নফল ছালাত আদায় করতে দেখিনি।[২] আবূ বকর (রাঃ) ও ওছমান (রাঃ)-এরও এ রীতি ছিল।[৩] তবে রাসূল (ছাঃ) বিতর ও ফজর ছালাতের দু’রাক‘আত সুন্নাত মুকীম ও...