হাদীস : আনাস ইবন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা অনেক সময় (রামাদান মাসে) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে থাকতাম। আমাদের মাঝে যারা সাওম রাখতেন তারা কখনও সাওম ভঙ্গকারীদের, আর যারা সাওম রাখতেন না তারা কখনও সাওম পালনকারীদের দোষ-ত্রুটি ও নিন্দাবাদ করতেন না।...