সঊদী আরবের স্থায়ী কমিটির বলেন, ‘সূদভিত্তিক ব্যাংকে মুসলিমের কাজ করা বৈধ নয়, এমনকি যদি তার কাজ সরাসরি সূদের সাথে সম্পর্কিত না হয়, তবুও তা সূদের কাজে সহায়তা করার শামিল’।
[ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ফৎওয়া নং-২৬০৮]
শাইখ ইবনে উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘সূদভিত্তিক প্রতিষ্ঠানে কাজ করা বৈধ নয়...