এক ব্যক্তি সাহাবী সালমান ফারসি (রা:)-কে বলেন, 'আমাকে নসিহত করুন।' তিনি বলেন, 'তুমি কথা বোলো না।' লোকটি আশ্চর্য হয়ে জানতে চায়, 'মানুষের সমাজে কথা না বলে থাকা কীভাবে সম্ভব?' তিনি উত্তর দেন, 'যদি বলো তো হক কথা বোলো, অন্যথায় চুপ থেকো।'
[জামিউল উলুমি ওয়াল হিকাম: ১৬২]