যারা জান্নাতের আকাঙ্ক্ষা করে, তারা অম্লেতুষ্ট থাকার চেষ্টা করে। কিন্তু ঈমানের তারতম্য অনুযায়ী তাদের অল্পেতুষ্টিতে প্রভেদ রচিত হয়। সবাই একই পর্যায়ের অল্পেতুষ্ট থাকতে পারে না; বরং এর কয়েকটি স্তর রয়েছে। ইমাম মাওয়ার্দী (৩৬৪-৪৫০ হি.)-এর মতে, অল্পেতৃষ্টির কিছু স্তর আছে। কেউ উঁচু পর্যায়ের...