মসজিদে প্রবেশ

  1. Mahmud ibn Shahidullah

    সালাত জুমু‘আর দিনে ইমাম মিম্বারে বসেছেন এবং মুওয়াযযিন আযান দিচ্ছেন; এমতাবস্থায় কোন মুছল্লী মসজিদে প্রবেশ করলে তার করণীয় কি? সে দু’ রাকা‘আত সালাত আদায় করবে?

    আযানের জবাব না দিয়ে সে দু’ রাকা‘আত সালাত শুরু করে দিবে, যাতে করে পরবর্তীতে সে খুত্ববা শুনতে পারে (আল-মুনতাক্বা মিন ফাতাওয়া শায়খ আল ফাওযান, ৩য় খণ্ড, পৃ. ৯১)। কেননা আযানের জবাব দেয়া সুন্নাহ আর খুত্ববা শুনা ওয়াজিব। সূত্র: আল-ইখলাছ।
  2. Mahmud ibn Shahidullah

    প্রশ্নোত্তর আছর কিংবা ফজর সালাতের পর মসজিদে প্রবেশ করলে তাহিইয়াতুল মাসজিদ দুই রাক‘আত সালাত পড়া যাবে কি?

    যাবে। এই সময়ে কারণ বিশিষ্ট সালাত আদায় করা যায়। যেমন তাহিয়্যাতুল মাসজিদ, তাহিয়্যাতুল উযূ, জানাযা, সূর্য ও চন্দ্র গ্রহণের সালাত ইত্যাদি (সহীহ বুখারী, হা/১১৪৯; সহীহ মুসলিম, হা/২৪৫৮, ৯১১; ইবনু মাজাহ, হা/১২৬১, ১২৫৪; তিরমিযী, হা/৮৬৮; আবূ দাঊদ, হা/১৮৯৪; নাসাঈ, হা/৫৮৫)। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া...
Back
Top