জবাব : আয়েশাহ (রাদিআল্লাহু আনহা) থেকে বর্ণিত, তিনি বলেন :
একবার আমাকে ও হাফসাকে খাবার উপঢৌকন দেওয়া হয়। তখন আমরা দুজন সিয়াম অবস্থায় ছিলাম। আমরা সিয়াম ভেঙে ফেললাম। অতঃপর রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রবেশ করলেন। আমরা তাঁকে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাদের উপঢৌকন দেওয়া...
(১). তাউস (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি আশুরার আগে এক দিন ও পরে একদিন রোযা রাখতেন; ছুটে যাওয়ার ভয় থেকে।[মুসান্নাফে'ইবনে আবু শাইবা, খন্ড: ২ পৃষ্ঠা: ৩১৩]
(২). আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মহান ইমাম, শাইখুল ইসলাম আবু আব্দুল্লাহ আহমাদ বিন মুহাম্মাদ বিন হাম্বাল আশ-শাইবানী (رَحِمَهُ ٱللَّٰهُ)[...
السلام عليكم ورحمة الله وبركاته
শাওয়ালের ৬ রোজার আগে কাযা রোজাগুলো রাখা কী বাধ্যতামূলক?
চাঁদ থাকতেই ৬ রোজা রাখতে হয় এটা কতটা ঠিক? অন্য কোনো মাসে যেমন যুলক্বদাহ তে শাওয়ালের রোজা রাখা যাবে?
এবং রাখা গেলে কি তা শাওয়ালের ৬ রোজার সমান সওয়াব হবে?
জাজাকুমুল্লাহু খইরন।
নফল সিয়াম প্রয়োজনে ভেঙ্গে ফেলা যায়। উম্মু হানী (রাযিয়াল্লাহু আনহা) বলেন, মক্কা বিজয়ের দিন ফাতেমা (রাযিয়াল্লাহু আনহা) এসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর বাম পাশে বসলেন, আর উম্মু হানী (রাযিয়াল্লাহু আনহা) বসলেন তাঁর ডান পাশে। বর্ণনাকারী বলেন, এক দাসী এক পাত্রে পানীয় এনে তাকে দিলে...
রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু সহীহ হাদীসে প্রমাণিত হয়েছে যে, তিনি শা'বান মাসে সবচেয়ে বেশী সাওম রাখতেন। সে হিসাবে যদি কেউ শা'বান মাসে সাওম রাখেন তবে তা সুন্নাত। শা'বান মাসের শেষ দিন ছাড়া বাকী যে কোনো দিন সাওম রাখা জায়েয বা সাওয়াবের কাজ। তবে সাওম রাখার সময় নিয়ত এই হতে হবে যে...