আইয়ামে বীযের সিয়ামকে ‘সিয়ামুল বীয’ও বলা হয়, যা নফল সিয়ামের মধ্যে অন্যতম সুপ্রসিদ্ধ সিয়াম। এটি একাধিক সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। এই সিয়াম প্রতি চান্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রাখতে হয়। ‘বীয’ শব্দটির অর্থ হল ‘সাদা’। ১৩, ১৪ ও ১৫ তারিখে পূর্ণ চাঁদের আলোতে প্রায় সম্পূর্ণ রাত্রি আলোকিত থাকে। আর...