সিয়াম যিলহজ্জ মাসে আইয়ামে বীযের নফল সিয়াম কিভাবে রাখবো?

Joined
Jul 24, 2023
Threads
520
Comments
533
Reactions
5,580
আইয়ামে বীয-এর সিয়াম পালনকারী ব্যক্তিগণ যিলহজ্জ মাসে ১৪ ও ১৫ তারিখে ২ দিন সিয়াম পালন করতে পারবে। কারণ প্রতি মাসে দু’টি সিয়ামও পালন করা যায়।

নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তিকে বললেন, তুমি প্রতি মাসে একদিন সিয়াম পালন কর। লোকটি বলল, আমি এর চেয়ে বেশী পারব। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তুমি প্রতি মাসে দু’দিন সিয়াম পালন কর। লোকটি বলল, আমি এর চেয়ে বেশী পারব। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তুমি প্রতি মাসে তিনদিন সিয়াম পালন কর (নাসাঈ, হা/২৪৩৪, ২৩৯৪, সনদ সহীহ)।
তবে চাইলে ১৬ তারিখ বা ঐ মাসের অন্য কোন দিনে অবশিষ্ট একটি সিয়াম রাখতে পারবেন (আবূ দাঊদ, হা/২৪৫৩, সনদ সহীহ; শায়খ বিন বায, মাজমূ‘উ ফাতাওয়া, ১৫তম খণ্ড, পৃ. ৩৮০)।

শায়খ বিন বায (রাহিমাহুল্লাহ)-এর মতে, মাসের যেকোন দিনে তিনটি সিয়াম পালন করা যায়, তবে আইয়ামে বীযের দিনগুলোতে যদি আদায় করা যায়, তাহলে তা অধিক উত্তম হবে (শায়খ বিন বায, মাজমূ‘ঊ ফাতাওয়া, ১৫তম খণ্ড, পৃ. ৩৮০)।



সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited:
Similar threads Most view View more
Back
Top