ইমাম ইবনু রজব (রহিমাহুল্লাহ) বলেন, আমাদের শাইখদের নিকট ও কতিপয় শাফেয়ীদের নিকট মাকরূহ হওয়ার ভিত্তিতে জায়েয আছে। শাফেয়ীদের আরেক মত হচ্ছে জায়েয নেই। ইমাম মালেক (রহিমাহুল্লাহ) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমাদের কতিপয় শাইখ বলেন, সালাত থেকে বের হওয়ার জন্য নিয়্যাত শর্ত এই কথার ভিত্তিতে এই মতটিই...