প্রথম মত: মাসজিদেই জামআতের সাথে সালাত পড়া তার ওপর ওয়াজিব। ওজর ছাড়া বাড়িতে জামাআত করতে পারবে না। এটা ইমাম আহমাদের একমত, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ, ইবনু কাইয়্যিম, বিন বায, ইবনু উসাইমীন রহিমাহুল্লাহ তাদের মত। তাদের দলীল: আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহ আনহুর হাদীস, যেখানে নাবী সাল্লাল্লাহু...