জামা'আতে সালাত

  1. sakib80000

    সালাত দুইজন জামাত করে সালাত আদায় করার সময় আরেক জন এসে যুক্ত হলে সালাত আদায় করার নিয়ম

    দুইজন জামাত করে সালাত আদায় করার সময় আরেক জন এসে যুক্ত হলে সালাত আদায় করার নিয়ম ‘উবাদাহ ইবনুল ওয়ালীদ ইবনু ‘উবাদাহ ইবনুস সামিত (রাঃ) থেকে বর্ণিত, সহীহঃ মুসলিম, বুখারী সংক্ষেপে। সুনানে আবু দাউদ: ৬৩৪ হাদিসের মান: সহিহ হাদিস Source: www.ihadis.com/abu-dawud/hadith/634
  2. Golam Rabby

    সালাত সক্ষম ব্যক্তিকে কি মাসজিদেই জামাআতে সালাত আদায় করতে হবে?

    প্রথম মত: মাসজিদেই জামআতের সাথে সালাত পড়া তার ওপর ওয়াজিব। ওজর ছাড়া বাড়িতে জামাআত করতে পারবে না। এটা ইমাম আহমাদের একমত, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ, ইবনু কাইয়্যিম, বিন বায, ইবনু উসাইমীন রহিমাহুল্লাহ তাদের মত। তাদের দলীল: আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহ আনহুর হাদীস, যেখানে নাবী সাল্লাল্লাহু...
  3. Mahmud ibn Shahidullah

    সালাত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মূল জামা‘আতের পর সালাত আদায়ের সময় ইক্বামত দিয়ে শুরু করায় মসজিদের খাদিম বলেন যে, মূল জামা‘আত হয়ে গেলে পরে ইক্বামত লাগব

    উক্ত ধারণা সঠিক নয়; বরং নতুন জামা‘আত শুরু করার সময় ইক্বামত দিয়েই শুরু করতে হবে। এটাই সুন্নাত (সহীহ মুসলিম, হা/৬৮০, (ইফাবা হা/১৪৩১); মিশকাত, হা/৬৮৪; বঙ্গানুবাদ মিশকাত হা/৬৩৩, ২/২০৮ পৃ.)। সূত্র: আল-ইখলাছ।
Back
Top