- Author
- ইমাম ত্বহাবী
- Translator
- আব্দুল্লাহ শাহেদ আল মাদানী
- Editor
- শাইখ আযমল ইবনে আব্দুর নূর
- Publisher
- মাকতাবাতুস সুন্নাহ রাজশাহী
পরিশুদ্ধ ইসলামী আক্বীদাহর উপর এ পর্যন্ত যতো কিতাব লেখা হয়েছে, তার মধ্যে ইমাম আবু জা'ফর আত-ত্বহাবী কর্তৃক লিখিত ‘আল-আক্বীদাহ আত-ত্বহাবীয়া' নামক কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক আক্বীদাহর উপর লিখিত এ পুস্তকটিকে শাইখের নামের দিকে সম্বোধন করা এবং শুরুতে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের অন্যতম ইমাম আবু হানীফা এবং তার দু'সুযোগ্য শিষ্য ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মাদের দিকে আক্বীদাহগুলোকে বিশেষভাবে সম্বোধিত করা হলেও এগুলো যে শুধু তাদেরই আক্বীদাহ তা নয়; বরং এগুলো দীনের মূলনীতির ক্ষেত্রে ইমাম মালেক, ইমাম শাফেঈ, ইমাম আহমাদ এবং আহলে সুন্নাতের অন্যান্য ইমামদেরও আক্বীদাহ। তাই সকল মাযহাবের আলেমগণই এ কিতাবটির প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেছেন এবং কতিপয় মাস'আলা ব্যতীত তাতে আলোচিত সকল বিষয়ই নিজেদের আক্বীদাহ বলে এক বাক্যে স্বীকার করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আক্বীদাহর ক্ষেত্রে এটি একটি প্রামাণ্য পুস্তক বলেই আলেমগণ বিশেষ গুরুত্বের সাথে তা পাঠ করেন ও তাদের ছাত্রদেরকে পড়িয়ে থাকেন। এর রয়েছে ছোট বড় অনেক ব্যাখ্যাগ্রন্থ। তার মধ্যে ইমাম ইবনে কাছীর রহিমাহুল্লাহর অন্যতম সুযোগ্য ছাত্র শাইখ ইবনে আবীল ইয্ আল হানাফী রহিমাহুল্লাহ এর ব্যাখ্যাটি বিশেষভাবে উল্লেখযোগ্য ।
- Purchase Link
- Click Here to BUY NOW!
বইটি ক্রয় করে লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশে উদ্বুদ্ধ করুন।