- Publisher
- আত-তাওহীদ প্রকাশনী
সর্বকালের সর্বশ্রেষ্ঠ দীন হলাে ইসলাম। আর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলাে করআন এবং সর্বযুগের সর্বসের মহামানব- বিশ্বনবী ও সর্বশ্রেষ্ঠ বসল ছিলেন মুহাম্মাদ বিন আবদিল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সময় এ দীন, এ গ্রন্থ ও এ নবীর অনুসারীরাই ছিল সর্বশ্রেষ্ঠ জাতি। জ্ঞানে-বিজ্ঞানে, ধর্মে-কর্মে, ধনে-জনে, নীতি নৈতিকতায়, সভ্যতা-সংস্কৃতিতে এবং রাজনীতি সমরনীতিতে- এক কথায় জীবনের সকল দিক ও বিভাগে এরা ছিল বিশ্বের ধারক ও বাহক। কিন্তু যুগের পরিবর্তনে আর ভাগ্যের নির্মম পরিহাসে তারাই আজ বিশ্বব্যাপী নিন্দিত, লাঞ্চিত, নিপীড়িত ও নির্যাতিত । এর মূল কারণ এটা ছাড়া আর কিছু নয়। যে, তারা আজ আসমানী কিতাবের অধ্যয়ন ও অনুসরণ থেকে সরে নাবী মহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে নিজেদের মতবাদ-মাযহাব নিয়ে কলহ দন্দে লিপ্ত হয়ে পরস্পরের গীবত চোগলখুরীতে জড়িয়ে পড়েছে। পাপ পঙ্কিলতায় জর্জরিত এ জাতি নিজেকে মুক্ত করতে হলে প্রথমেই নিজেকে করতে হবে পবিত্র এবং নিজেদের মধ্যে গড়ে তুলতে হবে ঈমানী শক্তি। আর গা ঝাড়া দিয়ে রুখে দাড়াতে হবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে। আর তা করতে হলে নিজেদের মধ্যে গড়ে তুলতে হবে সােহার্দপূর্ণ পরিবেশ ও সমাজ- যাতে থাকবেনা গীবত-পরণিন্দা কিংবা হিংসা বিদ্বেষের মতাে নেকী বিধ্বংসী আমল । আর তার জন্যই জানতে হবে এসবের অপকারিতার কথা। সে কারণেই আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। পুস্তকটিতে চোগলখােরী, গীবত এবং প্রতিবেশীর হাক্ সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আলােকপাত করা হয়েছে। বিষয়গুলাে সংক্ষিপ্ত হলেও সরাসরি হাদীস থেকে গ্রহণ করা হয়েছে।