- Author
- আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক
- Publisher
- নিবরাস প্রকাশনী
আলহামদুলিল্লাহ যখনই হাদীছ শাস্ত্র নিয়ে ষড়যন্ত্র হয়েছে, তখনই মুহাদ্দিছগণ সেই ষড়যন্ত্রের মূলোৎপাটন করার জন্য অগ্রণী ভূমিকা রেখেছেন। নিকট অতীতে ভারতের মাটিতে মাওলানা ইসমাঈল সালাফী, মাওলানা ছানাউল্লাহ অমৃতসরী, হাফেয যুবাইর আলী যাঈ (রহঃ) এবং আরবের মাটিতে আব্দুর রহমান ইয়াহইয়া আল-মু'আল্লিমী, আল্লামা নাছিরুদ্দীন আলবানী, শায়খ আহমাদ শাকির (রহঃ) প্রমুখ মুহাদ্দিছগণ বিভিন্ন অপবাদ, বিভ্ৰাট, সংশয় ও অভিযোগ থেকে হাদীছের পবিত্র আঁচলকে রক্ষার পিছনে যারপর নেই ভূমিকা পালন করেছেন।
অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে, বাংলা ভাষায় এ বিষয়ে কোন পূর্ণাঙ্গ কিতাব আমাদের চোখে পড়েনি। যোগ্যতার অভাব থাকলেও হাদীছের প্রতি ভালবাসা থেকেই মুহাদ্দিছগণের অনুসরণে এ বইটি লেখার কাজে হাত দিই। যুগের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী এ বইয়ে বিভিন্নভাবে হাদীছ অস্বীকারকারীদের উদ্ভট যুক্তি এবং উদ্দেশ্য প্রণোদিত বিভ্রাটের দাঁতভাঙ্গা জবাব দেয়ার চেষ্টা করা হয়েছে। বাংলা ভাষা-ভাষী মুসলিম উম্মাহকে জানানোর চেষ্টা করা হয়েছে তাদের মুক্তি ও নাজাতের একমাত্র পথ।
মহান আল্লাহর কাছে দু'আ করি, তিনি যেন তার রাসূল (ছাঃ)-এর হাদীছের হেফাযতে এই সামান্য পরিশ্রমটুকু কবুল করেন! এর দ্বারা ঐ সমস্ত ভাইদের হেদায়াত দান করেন, যারা যুক্তির মারপ্যাঁচে হাদীছে রাসূলকে অস্বীকার করার মত জঘন্য গুণাহে লিপ্ত। সর্বোপরি আমার পিতা-মাতা, ভাই-বোন, পরিবার-পরিজন সকলকে তার দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন- আমীন! ছুম্মা আমীন !
অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে, বাংলা ভাষায় এ বিষয়ে কোন পূর্ণাঙ্গ কিতাব আমাদের চোখে পড়েনি। যোগ্যতার অভাব থাকলেও হাদীছের প্রতি ভালবাসা থেকেই মুহাদ্দিছগণের অনুসরণে এ বইটি লেখার কাজে হাত দিই। যুগের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী এ বইয়ে বিভিন্নভাবে হাদীছ অস্বীকারকারীদের উদ্ভট যুক্তি এবং উদ্দেশ্য প্রণোদিত বিভ্রাটের দাঁতভাঙ্গা জবাব দেয়ার চেষ্টা করা হয়েছে। বাংলা ভাষা-ভাষী মুসলিম উম্মাহকে জানানোর চেষ্টা করা হয়েছে তাদের মুক্তি ও নাজাতের একমাত্র পথ।
মহান আল্লাহর কাছে দু'আ করি, তিনি যেন তার রাসূল (ছাঃ)-এর হাদীছের হেফাযতে এই সামান্য পরিশ্রমটুকু কবুল করেন! এর দ্বারা ঐ সমস্ত ভাইদের হেদায়াত দান করেন, যারা যুক্তির মারপ্যাঁচে হাদীছে রাসূলকে অস্বীকার করার মত জঘন্য গুণাহে লিপ্ত। সর্বোপরি আমার পিতা-মাতা, ভাই-বোন, পরিবার-পরিজন সকলকে তার দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন- আমীন! ছুম্মা আমীন !
- Purchase Link
- Click Here to BUY NOW!
বইটি ক্রয় করে লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশে উদ্বুদ্ধ করুন।