• মুনাফিক আ’মল কম করে এবং বেশি কথা বলে:​

    “একজন মু’মিন কথা কম বলেন এবং আ’মল বেশি করেন, কিন্তু একজন মুনাফিক আ’মল কম করে এবং বেশি কথা বলে।”
    — আল-আউজা’ই [সিয়ার আ’লাম আন-নুবালা, ১৩/১৪৬]
    আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ্ তা'আলা-ই রাখেন। তাই তাঁর কাছেই প্রার্থনা করুন। -[ড. বিলাল ফিলিপ্স]
    Abu Umar
    Abu Umar
    ভাইয়া প্রোফাইল পোষ্ট তেমন রিচ হয়না।
    আপনি উপযুক্ত ক্যাটাগরিতে পোষ্ট করুন।
    rasikulindia
    rasikulindia
    jajakallah khairan vaijan, inshallah.
    Abu Umar
    Abu Umar
    কোনো কিছু বুঝতে অসুবিধে হলে জানাবেন ইনশাআল্লাহ
    ভুলে যাওয়া কখনো কখনো একটি নিয়ামত:
    ______________
    ভুলে যাওয়া আল্লাহর বিরাট এক নিয়ামত। মানুষ যদি মানুষকে ভুলতে না পারতো, তবে প্রিয়জন হারানোর বেদনায় সবাই মানসিক ভারসাম্যহীন—পাগলে পরিণত হতো। কিন্তু, আল্লাহ্ তা‘আলাই আমাদের মন থেকে নির্দিষ্ট একটি সময়ের পর চলে যাওয়া বা সরে যাওয়া প্রিয়জনদের স্মৃতিগুলো ঝাপসা করে দেন। এক পর্যায়ে সেগুলো কেবলই অতীত হয়ে যায়। সবাই আমরা ফিরে আসি আমাদের স্বাভাবিক জীবনে। এভাবেই চলছে দুনিয়া। সেই শুরু থেকে আজ অবধি।
    .
    মানুষকে আরবিতে ‘ইনসান’ বলা হয়। ইনসান শব্দটি এসেছে ‘নাসয়ুন’ থেকে; এর অর্থ ভুলে যাওয়া। যেহেতু মানুষ ভুলে যায়, সেহেতু সে ইনসান। আর, ভুলেন না শুধু আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা। কুরআনে এসেছে, ‘‘আর তোমার রব কখনো ভুলে যান না।’’ [সুরা মারইয়াম, আয়াত: ৬৪]
    .
    ভুলে যাওয়া নিয়ে সুন্দর একটি হাদিস পড়ি:
    .
    আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যখন আল্লাহ তা‘আলা আদম (আ.)-কে সৃষ্টি করলেন, তখন তিনি তার পিঠ মাসেহ করলেন। এতে তাঁর পিঠ থেকে তাঁর সমস্ত সন্তান বের হোলো—যাদের তিনি কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন। তিনি তাদের প্রত্যেকের দুই চোখের মাঝখানে নূরের ঔজ্জ্বল্য সৃষ্টি করলেন। অতঃপর তাদেরকে আদম (আ.)-এর সামনে পেশ করলেন। আদম (আ.) বললেন, ‘হে আমার রব! এরা কারা?’ আল্লাহ বলেন, ‘এরা তোমার সন্তান।’ আদমের দৃষ্টি তার সন্তানদের একজনের উপর পড়লো, যার দুই চোখের মাঝখানের ঔজ্জ্বল্যে তিনি বিস্মিত হন। তিনি বলেন, ‘হে আমার রব! ইনি কে?’ আল্লাহ তা‘আলা বললেন, শেষ জামানার উম্মাতের অন্তর্গত তোমার সন্তানদের একজন; তার নাম দাউদ (আলাইহিস সালাম)। আদম বললেন, ‘হে আমার রব! আপনি তার বয়স কত নির্ধারণ করেছেন?’ আল্লাহ বলেন, ‘ষাট বছর।’ আদম (আ.) বলেন, ‘রব! আমার বয়স থেকে চল্লিশ বছর কেটে তাকে দিয়ে দিন।’ অতঃপর আদম (আ.)-এর বয়স শেষ হয়ে গেলে তাঁর নিকট মালকুল মাউত (মৃত্যুর ফেরেশতা) এসে হাজির হন। আদম (আ.) বলেন, ‘আমার বয়সের কি আরো চল্লিশ বছর অবশিষ্ট নেই?’ তিনি বলেন, ‘আপনি কি আপনার সন্তান দাউদকে দান করেননি?’ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম (আ.) অস্বীকার করলেন, তাই তার সন্তানরা অস্বীকার করে থাকে। (মূলত) আদম (আ.) ভুলে গিয়েছিলেন, তাই তাঁর সন্তানদেরও ভুল-ত্রুটি হয়ে থাকে।’ [তিরমিযি, আস-সুনান: ৩০৭৬; হাদিসটি সহিহ], তাখরীজুত তাহাবীয়াহ (২২০, ২২১), আয যিলাল (২০৬) (আল্লাহই সবচেয়ে জ্ঞানী
    rasikulislam
    'নফস'
    নফস হলো এক বিবাগী ঘোড়ার মত, তুমি যদি তার লাগামে সামান্য ঢিল দাও, সে তোমাকে উল্টে ফেলে দিবে'।
    - ইমাাম ইবনুল জাওযি রাহিমাহুল্লাহ।
    ⌛জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে সময়।
    কথায় আছে, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। যে সময় চলে যায় সে সময় আর ফিরে আনা যায় না।⌛
    তাই সময়কে মূল্যায়ন দিতে শিখুন এবং সময়ের সদ্ব্যবহার করুন।🕒
    সবর সহজ নয়, সবর হলো কান্না, সবর হলো একা অনুভব করা, সবর হলো অপমান গ্রাস করা, সবর হলো চোখের পানি ঢেকে রাখা হাসি, সবর হলো আল্লাহর সাড়া পাওয়ার জন্য কান্না!
    "আসুন নামাজ পড়ি সুন্দর জীবন গড়ি 🕋
    👉🕋নিজেকে পরিবর্তন করার সব থেকে বড় মাধ্যম হলো।পাঁচ ওয়াক্ত নামাজ।💞🕋
    💜নিজেকে পরিবর্তন করার 🚶‍♂
    👉সব চেয়ে বড় মাধ্যম হলো👈
    💗 নামাজ 💓
    💖আলহামদুলিল্লাহ 💖
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top