‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

বাংলা বই হৃদয়-দর্পণ - PDF শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী।

আকীদা ও আহকাম নিয়ে অনেক কিছু লেখা হয়েছে। এবারে ইচ্ছা হল মন নিয়ে কিছু লেখা। আসলে আমরা আমাদের দেহাঙ্গের পবিত্রতা ও পরিচ্ছন্নতার দিকে অনেক খেয়াল রাখি, কিন্তু হৃদয়ের পবিত্রতা ও পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখে আমাদের মধ্যে অনেক কম লোকে। অথচ হৃদয় হল দেহের রাজা। রাজার গুরুত্ব নিশ্চয়ই প্রজা অপেক্ষা অনেক বেশি।

মানুষের মন বড় আজব। মন যেহেতু আমলের কনভার্টার যন্ত্র, তাই আমলের আগে মন-যন্ত্রকে সচল রাখতে হবে। বিকল হয়ে থাকলে তার মেরামত করতে হবে।

মনে আনে সাফল্য, মনে আনে আমলের সংশোধন ও মাহাত্ম্য। তাই মনকে পরিপাটি করতে হয়। আশা করি সেই প্রয়াসে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সফল হবে এবং উপকৃত হবে বাংলাভাষী পাঠক-পাঠিকা।

এই পুস্তক সংকলণে যাঁদের লেখনী থেকে আমি উপকৃত হয়েছি এবং যে কোনও ভাবে যাদের নিকট থেকে আমি সাহায্য পেয়েছি, মহান আল্লাহ তাদেরকে এবং আমাকে উত্তম প্রতিদান দিন। আমীন।