মুছতলাহুল হাদিস - PDF

মুছতলাহুল হাদিস - PDF আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক

হাদীছ সংশ্লিষ্ট ইলমসমূহ :

১. তাদবীনুস সুন্নাহ বা হাদীছ সংকলন : হাদীছ কিভাবে আমাদের নিকট পৌঁছল, এত হাদীছ কারা, কিভাবে ও কোন্ সময়ে জমা করেছেন ইত্যাদি বিষয়ক ইলমকে ‘ইলমু তাদবীনিস সুন্নাহ' বা হাদীছ সংকলনের জ্ঞান বলে ।

২. হাদীছের প্রামাণিকতা: রাসূল (ছাঃ)-এর হাদীছ আমরা কেন মানব, এর দলীল কি, যারা হাদীছকে ইসলামী শরী‘আতের দ্বিতীয় উৎস মানতে চায় না, তাদের দলীল এবং সেগুলোর জবাব কি ইত্যাদি প্রশ্নের উত্তর যেই বিষয়ের আলোচনাতে পাওয়া যায়, তাকে ‘হুজ্জিয়াতুস সুন্নাহ' বা হাদীছের প্রামাণিকতা সংক্রান্ত ইলম বলে ।

৩. ইলমু মুছত্বলাহিল হাদীছ যে শাস্ত্রের মাধ্যমে হাদীছের . ‘সানাদ’ ও ‘মাতন' বিশ্লেষণ করতঃ তা গ্রহণীয় হওয়া বা না হওয়া বিষয়ক জ্ঞান লাভ করা যায়, তাকে ইলমু মুছত্বলাহিল হাদীছ বলে। আমাদের অত্র বইটি এই বিষয়ক ইলমের প্রাথমিক পর্যায়ের বই ।

৪. ইলমুল জারহ ওয়াত-তাদীল : হাদীছের রাবী বিষয়ে মুহাদ্দিছগণের বিভিন্ন মন্তব্যের ধরণ ও প্রকৃতি বিশ্লেষণ, মুহাদ্দিছগণের ব্যবহৃত শব্দের অর্থ ও স্তর নির্ণয় এবং সেই অনুযায়ী হুকুম আরোপের পদ্ধতি ইত্যাদি ‘ইলমুল জারহ ওয়াত-তা‘দীলে’র মূল আলোচ্য বিষয়।

৫. ইলমুর রিজাল : হাদীছের রাবীদের জীবনী, তাদের জন্ম- মৃত্যু, তাদের শিক্ষক ও ছাত্রের পরিচয়, তাদের স্তর ইত্যাদি আলোচনা করা ইলমুর রিজালের মূল আলোচ্য বিষয় ।
  • মুসতালাহুল হাদিস.jpg
    মুসতালাহুল হাদিস.jpg
    160.5 KB · Views: 8
Author
আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক
Publisher
নিবরাস প্রকাশনী
Uploader
Sarfaraaz Khan
Downloads
15
Views
2,162
First release
Last update

Ratings

0.00 star(s) 0 ratings
Similar resources Most view View more
Back
Top