দেওবন্দীদের ৩০০ মিথ্যাচার - PDF

দেওবন্দীদের ৩০০ মিথ্যাচার - PDF শাইখ যুবায়ের আলী যাঈ (রাহি.)

স্রেফ তারাই মিথ্যা রটনা করে যারা আল্লাহ্ আয়াত সমূহের উপর ঈমান আনে না। আর এরাই মিথ্যা বলে থাকে' (সূরা নাহল ১৬/১০৫) ।
স্মর্তব্য যে, দুনিয়ার সকল ধর্মেই মিথ্যা বলা অবৈধ ঘোষিত হয়েছে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

'মুনাফিকদের আলামত তিনটি। (১) যখন সে কথা বলবে, মিথ্যা বলবে। (২) যখন ওয়াদা করবে তখন তা ভঙ্গ করবে। (৩) তার কাছে কোন বস্তু আমানত রাখা হলে সে তার খেয়ানত করবে' (সহীহ বুখারী হা/ ৬০৯৫; সহীহ মুসলিম হা/৫৯, ১০৭ ) ।

একটি দীর্ঘ হাদীসে বর্ণিত হয়েছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বপ্নে দেখলেন যে, একজন ব্যক্তির গাল চিরে দেয়া হচ্ছে। এই আযাব এজন্য দেয়া হচ্ছে যে, সেই ব্যক্তি মিথ্যা বলত (সহীহ বুখারী হা/১৩৮৬)।

নবী করীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'তোমরা মিথ্যা হতে বেঁচে থাক' (সহীহ মুসলিম হা/১০৫, ২৬০৭)।

এই স্পষ্ট ভাষ্যগুলি থাকার পরও অসংখ্য মানুষ অবিরত ধারায় দিন-রাত মিথ্যাচার, রটনা রচনায় এবং কালোকে সাদা এবং সাদাকে কালো বানানোর চেষ্টায় লিপ্ত। তাদের মধ্যে দেওবন্দীরা তো মিথ্যাচার ও রটনাকে নিজেদের অভ্যাস বানিয়ে নিয়েছেন। আমি এই গ্রন্থে কতিপয় দেওবন্দী আলেম ও লেখকের তিনশত মিথ্যা এবং রটনা উদ্ধৃতিসহ একত্র করে সাধারণ ও আলেমদের আদালতে পেশ করছি। যেন মিথ্যুকদের আসল চেহারা জনতার সামনে উদ্ভাসিত হয়ে যায়।
Author
শাইখ যুবায়ের আলী যাঈ (রাহি.)
Publisher
আল-হুদা ওয়ান নূর
Uploader
Abu AbdullahVerified member
Downloads
22
Views
786
First release
Last update

Ratings

0.00 star(s) 0 ratings

More books from Abu Abdullah

Similar resources Most view View more
Back
Top