- Publisher
- তাওহীদ পাবলিকেশন্স
ক্ষুদ্র একটি অঙ্গ এতএত পাপে সহায়তা করে তা ভাবতেই অবাক লাগে। এমনকি পুণ্যের স্থান এবং বৈঠকেও এই অঙ্গটি ভীত ও স্তিমিত নয়! তাই তো উলামাদের মজলিসে রমযান মাসে রোযা অবস্থায় মসজিদের ভিতরেও একে নিজের ধ্বংসলীলা চালাতে দেখা যায়!
মক্কা আমাদের পবিত্র নগরী। হজ্জ এক মহান ইবাদত। যাতে আল্লাহ পাক যৌনাচার, পাপাচার এবং কলহ-ঝগড়া নিষিদ্ধ করেছেন। সেই পবিত্র স্থানে ও মহান ইবাদতে থেকেও এই দুর্দম ইন্দ্রিয় শঙ্কিত ও স্তম্ভিত হয় না! বাংলা ১৪০১ সনের হজ্জ সফরে ঐ সর্পদংশনে দষ্ট হলে নগণ্যের মনে সুগভীর দাগ কাটে। তার পর হতেই সেই আশীবিষকে চিহ্নিত ও তার দংশন জ্বালা হতে মানুষকে সাবধান করার সাধ মনে জাগে। পাঠকের খিদমতে অত্র পুস্তিকা সেই সতর্কপত্রই; যাতে সংক্ষিপ্তাকারে দংশক এবং দষ্ট বস্তু ও ব্যক্তির সর্বনাশিতা তথা মর্মদাহী যন্ত্রণার কথা ব্যক্ত করা হয়েছে।
যার দংশনে এত বিষ-জ্বালা, যার গর্ভে এত পাপের জন্ম এবং যার কাটা ঘায়ের কোন মলম নেই সেই ‘জিহ্বা’কে চিনে পাঠক উপকৃত হলে শ্রম সার্থক
হবে।
মক্কা আমাদের পবিত্র নগরী। হজ্জ এক মহান ইবাদত। যাতে আল্লাহ পাক যৌনাচার, পাপাচার এবং কলহ-ঝগড়া নিষিদ্ধ করেছেন। সেই পবিত্র স্থানে ও মহান ইবাদতে থেকেও এই দুর্দম ইন্দ্রিয় শঙ্কিত ও স্তম্ভিত হয় না! বাংলা ১৪০১ সনের হজ্জ সফরে ঐ সর্পদংশনে দষ্ট হলে নগণ্যের মনে সুগভীর দাগ কাটে। তার পর হতেই সেই আশীবিষকে চিহ্নিত ও তার দংশন জ্বালা হতে মানুষকে সাবধান করার সাধ মনে জাগে। পাঠকের খিদমতে অত্র পুস্তিকা সেই সতর্কপত্রই; যাতে সংক্ষিপ্তাকারে দংশক এবং দষ্ট বস্তু ও ব্যক্তির সর্বনাশিতা তথা মর্মদাহী যন্ত্রণার কথা ব্যক্ত করা হয়েছে।
যার দংশনে এত বিষ-জ্বালা, যার গর্ভে এত পাপের জন্ম এবং যার কাটা ঘায়ের কোন মলম নেই সেই ‘জিহ্বা’কে চিনে পাঠক উপকৃত হলে শ্রম সার্থক
হবে।