‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

বাংলা বই কেন এ জীবন? | Keno A Jibon শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী।

মানুষ এ পৃথিবীতে আসে এবং চলে যায়। কিন্তু সে কি নিজের ইচ্ছায় আসে? সে কি নিজের ইচ্ছাতে জন্মগ্রহণ করে? তাহলে তো সে আরো ভালো অবস্থা নিয়ে জন্মগ্রহণ করতে পারত। তাহলে কি সে আপনা-আপনিই সৃষ্টি হয়ে গেছে? তার মানে কি তার কোনও সৃষ্টিকর্তা নেই? এমন ধারণা কেবল নাস্তিকরাই ক'রে থাকে।

মানুষের জন্ম ও জীবন কয়টা? মরণ বলে একটি জিনিস আছে, তা তো সারা মানবকুল বিশ্বাস করে। কিন্তু এ পার্থিব জীবনের আগে-পরেও কি কোন জীবন আছে? এ নিয়ে নানা মানুষের নানা মত, নানা ধারণা।