বইটির নাম আল ক্বওলুল মাতীন ফিল জাহরি বিত-তামীন যার বাংলা হলো সলাতে আমীন জোরে বলার ব্যাপারে সুসংহত বক্তব্য।
পাকিস্তানের আলবানী খ্যাত, দেওবন্দী মাযহাবের সাবেক অনুসারী, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হাদীস তাত্ত্বিক, আলিমে দ্বীন শায়খ যুবায়ের আলী যাঈ রহিমাহুল্লাহ একজন সুন্নাহর প্রকৃত খাদেম ছিলেন। বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্ব বিশুদ্ধ ইসলাম প্রচারে ছিলেন নিবেদিত প্রাণ। বিভিন্ন গোমরাহ ফিরক্বার বিরুদ্ধে তাঁর ক্ষুরধার লেখনীর অবদান অনস্বীকার্য। তাঁর একাধিক গ্রন্থের মধ্যে “আল—ক্বওলুল মাতীন ফিল—জাহরি বিত—তামীন” অন্যতম একটি গ্রন্থ। ইমামের পিছে সূরা ফাতিহা পাঠ শেষে আমীন জোরে বলতে হবে নাকি আস্তে বলতে হবে —সে সম্পর্কে অত্র গ্রন্থে আলোচনা করা হয়েছে। এ গ্রন্থে পক্ষ—বিপক্ষের দলীলগুলোর পর্যালোচনা করা হয়েছে।
গ্রন্থটির দু’টি ভাগ রয়েছে। প্রথম ভাগে জোরে আমীন বলার দলীলগুলো
পর্যালোচনা করা হয়েছে ও এটি প্রমাণ করা হয়েছে যে, সলাতে জোরে
আমীন বলাই সুন্নাত। দ্বিতীয় ভাগে মাযহাবী ভাইদের উপস্থাপিত
দলীলগুলোর খণ্ডন করা হয়েছে। খণ্ডনের ক্ষেত্রে তিনি মাযহাবীদের বড় বড় আলিমদের উদ্ধৃতি পেশ করেছেন। যেন তারা অন্ততপক্ষে নিজেদের
আকাবীরদের বক্তব্যগুলো জানতে পারেন এবং সে অনুযায়ী আমল করতে
পারেন। এটি শাইখের অদ্বিতীয় এবং অসাধারণ কর্মপন্থা। যা তাঁর গভীর
ইলমের স্বাক্ষর বহন করে।
[অনুবাদকের ভূমিকা থেকে]
পাকিস্তানের আলবানী খ্যাত, দেওবন্দী মাযহাবের সাবেক অনুসারী, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হাদীস তাত্ত্বিক, আলিমে দ্বীন শায়খ যুবায়ের আলী যাঈ রহিমাহুল্লাহ একজন সুন্নাহর প্রকৃত খাদেম ছিলেন। বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্ব বিশুদ্ধ ইসলাম প্রচারে ছিলেন নিবেদিত প্রাণ। বিভিন্ন গোমরাহ ফিরক্বার বিরুদ্ধে তাঁর ক্ষুরধার লেখনীর অবদান অনস্বীকার্য। তাঁর একাধিক গ্রন্থের মধ্যে “আল—ক্বওলুল মাতীন ফিল—জাহরি বিত—তামীন” অন্যতম একটি গ্রন্থ। ইমামের পিছে সূরা ফাতিহা পাঠ শেষে আমীন জোরে বলতে হবে নাকি আস্তে বলতে হবে —সে সম্পর্কে অত্র গ্রন্থে আলোচনা করা হয়েছে। এ গ্রন্থে পক্ষ—বিপক্ষের দলীলগুলোর পর্যালোচনা করা হয়েছে।
গ্রন্থটির দু’টি ভাগ রয়েছে। প্রথম ভাগে জোরে আমীন বলার দলীলগুলো
পর্যালোচনা করা হয়েছে ও এটি প্রমাণ করা হয়েছে যে, সলাতে জোরে
আমীন বলাই সুন্নাত। দ্বিতীয় ভাগে মাযহাবী ভাইদের উপস্থাপিত
দলীলগুলোর খণ্ডন করা হয়েছে। খণ্ডনের ক্ষেত্রে তিনি মাযহাবীদের বড় বড় আলিমদের উদ্ধৃতি পেশ করেছেন। যেন তারা অন্ততপক্ষে নিজেদের
আকাবীরদের বক্তব্যগুলো জানতে পারেন এবং সে অনুযায়ী আমল করতে
পারেন। এটি শাইখের অদ্বিতীয় এবং অসাধারণ কর্মপন্থা। যা তাঁর গভীর
ইলমের স্বাক্ষর বহন করে।
[অনুবাদকের ভূমিকা থেকে]
- Purchase Link
- Click Here to BUY NOW!
বইটি ক্রয় করে লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশে উদ্বুদ্ধ করুন।