"আবু হানিফা কি তাবেঈ ছিলেন" হলো মুহাক্কিকুল আ'ছার গোলাম মোস্তফা যাহীর আমানপুরি হাফিযাহুল্লাহ এর সংক্ষিপ্ত উর্দু রিসালাহ "কিয়া ইমাম আবু হানিফা তাবেঈ থে" এর বাংলা অনুবাদ। এই রিসালাহ-তে এইটা প্রমাণ করা হয়েছে যে, আবু হানিফা (যিনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য) তাবেঈ ছিলেন না।