সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

প্রশ্নোত্তর ৪৪. খাৎনার হুকুম কী?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,152
Comments
4,353
Solutions
1
Reactions
37,773
Credits
24,212
খাৎনা করা সুন্নাত। এ মতের পক্ষে রয়েছেন- হানাফী, মালেকী ও হাম্বলী ফকীহগণ। অপর একদল বলেছেন, খান্না করা ওয়াজিব। এ মতের পক্ষে রয়েছেন শাফেয়ী মতল উলামায়ে কেরাম। ওয়াজিব হওয়ার পক্ষে তারা নিমোক্ত দলীল উপস্থাপন করেন:
(ক) তুমি মিল্লাতে ইবরাহীমের অনুসরণ করো'- সূরা নাহলের ১২৩ নং আয়াতে কুরআনের এ নির্দেশকে তারা ওয়াজিব অর্থে দেখছেন।
(খ) আল্লাহ তাআলা বলেন,

“ইবরাহীম (আ)-কে তাঁর রব যখন কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করলেন, তখন তিনি তা পূর্ণ করেছিলেন।” (সূরা ২; বাকারা ১২৪)

সুনানে বায়হাকীতে উল্লেখ আছে, ইবনে আব্বাস (রা) বলেন, আল্লাহ তাআলা ইবরাহীম (আ)-কে ১০টি কালেমা দিয়ে পরীক্ষা করেছিলেন। এর মধ্যে ১টি ছিল খাৎনা। আর পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা প্রায়শ ওয়াজিব অর্থে এসে থাকে। এসব দলীলের ভিত্তিতে ইমাম শাফেয়ী (র)-এর অনুসারী ফকীহগণ খাৎনা করাকে ওয়াজিব বলেন । তবে অধিকাংশ ফকীহ খাৎনাকে সুন্নাত বলেছেন, তাদের দলীল হলো

(ক) রাসূলুল্লাহ (স) বলেছেন,

“খাৎনা করা পুরুষদের জন্য বিধিবদ্ধ একটি আইন, আর মেয়েদের জন্য তা সম্মানজনক।” (ইবনে আবী শাইবা- ৯/৮৯)।

(খ) একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ (স)-এর কাছে বলল, আমি ইসলাম গ্রহণ করেছি । তখন রাসূলুল্লাহ (স) তাকে বললেন,

“কুফরীর চুল ছুড়ে ফেলে দাও এবং খাৎনা করা” (আবূ দাউদ: ৩৫৬)

(গ) হানাফী ফকীহ ইমাম ইবনুল হুমাম বলেছেন, আমাদের নিকট খাৎনা করা সুন্নাত। (শরহে ফাতহুল কাদীর: ৭/৪২১)

মেয়েদের প্রসঙ্গ
ইসলামী শরীআতে মেয়েদেরও খাৎনা আছে বলে হাদীস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাছাড়া মিসরসহ আরব ও আফ্রিকার দেশসমূহের কোন কোন এলাকায় ও পরিবারে মেয়েদের মধ্যে খাৎনার প্রচলণ রয়েছে।

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
 
Top