FAQ ৩। ভেরিফাইড ব্লু ব্যাজ কীভাবে পাবেন?

Status
Not open for further replies.
Joined
Nov 29, 2022
Threads
33
Comments
210
Solutions
2
Reactions
2,439
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক,

verified-1.webp
verified-2.webp


ভেইফাইড ইউজার ব্যাজটি পেতে হলে আপনার যা যা থাকতে হবে।

১। আপনার একাউন্টের মেয়াদ ৯০দিনের বেশি হতে হবে।
২। আপনার একাউন্টে Comments এর পরিমাণ কমপক্ষে ৫০০ হতে হবে।
৩। আপনার একাউন্টে Reaction score এর পরিমাণ কমপক্ষে ৫০০ হতে হবে।
৪। আপনার একাউন্টে Points এর পরিমাণ কমপক্ষে ৫০ হতে হবে।
৫। ilm Seeker Uploader ব্যাজ থাকা লাগবে।

উক্ত শর্তগুলো পূরণ হলে আপনার প্রোফাইলে নামের পাশে এমন একটি আইকন দেখতে পাবেন।
আর যদি না দেখতে পান তবে @SalafiForum আইডির প্রোফাইলে পোস্ট করুন।

v-p.webp


এই আইকনে ক্লিক করলে আপনি ইনফরমেশন বক্স পাবেন সেখানে আপনার ছবিসহ যাবতীয় প্রমাণ পেশ করুন।

আপনার তথ্য সঠিক থাকলে আপনার আইডিতে ব্লু ব্যাজটি চলে আসেবে, এক্ষেত্র বেশকিছুদিন অপেক্ষা করতে হবে।

*** গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও শাইখদের জন্য শর্ত ছাড়াই ব্লু ব্যাজ দেওয়া হবে।

জাযাকুমুল্লাহু খাইরান।

ফোরামের অন্যান্য নিয়ম ও নীতিমালা পড়ুন।

SalafiForum.com - ইলমের পথে সালাফদের সাথে।
 
Status
Not open for further replies.
Similar threads Most view View more
Back
Top