FAQ ১। আপনার প্রোফাইলের কোনটা কী?

SalafiForum

Administrator

Forum Staff
Moderator
Generous
Salafi User
Joined
Nov 29, 2022
Threads
35
Comments
238
Solutions
3
Reactions
2,515
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক,

Threads কী?
  • Threads হচ্ছে পোষ্ট, সালাফি ফোরামের যেকোনো ক্যাটাগরিতে পোষ্ট করলে সেটা Thread হিসেবে গণ্য হবে।
Comments কী?
  • Comments হচ্ছে কোনো thread এ এর রিপ্লাই, মানে আপনি যদি কারও পোষ্টের রিপ্লাই দেন তবে সেটাকে Comments বলে।
Solutions কী?
  • Solutions হচ্ছে সমাধান। আপনার কোনো কমেন্ট যদি সঠিক হয় তবে সেটাকে প্রশ্নকর্তা Solution হিসেবে যদি মার্ক করে তবে সেটাকে Solution হিসেবে বিবেচনা করে আপনার প্রোফাইলে যোগ করে দেওয়া হবে।
Resources কী?
  • Resources হচ্ছে আমাদের ফোরাম থেকে ডাউনলোড করা যায় এমন ফাইলসমূহ যেমন PDF, Zip ইত্যাদি। যদিও আমরা এখন কেবল মাত্র বইয়ের পিডিএফ যুক্ত করে থাকি তবে ভবিষ্যতে অন্যকিছুও যুক্ত হতে পরে।
Reactions কী?
  • Reactions হচ্ছে আপনার কোনো পোষ্টে বা কমেন্টে লাইক বা ডিসলাইক। কেউ যদি আপনার পোষ্টে / কমেন্টে লাইক দেয় তবে আপনার Reactions স্কোর বাড়বে আর যদি ডিসলাইক দেয় তবে আপনার Reactions স্কোর কমে যাবে।
Points / Trophy কী?
  • Point হচ্ছে আপনার একটিভিটির রিওয়ার্ড। যেটার উপর ভিত্তি করে আপনার নামের নীচের টাইটেল অটো পরিবর্তন হয়। যেমন আপনার যদি কোনো Points / Trophy না থাকে তবে আপনার টাইটেল হবে New member, আর যদি ৫টা Points / Trophies থাকে তবে আপনার টাইটেল Member আর এভাবে আপডেট হতে থাকবে। কিভাবে ট্রফি দেওয়া হয় সেটা দেখতে এই লিংকে ভিজিট করুন।
Credits কী?
Credits হচ্ছে আমাদের ফোরমের রিওয়ার্ড সিস্টেম।
  • এটা কি কাজে লাগবে?
- ক্রেডিট দিয়ে আপনি আমাদের ফোরামের বিভিন্ন ফ্যাসিলিটি উপভোগ করতে পারবেন যা সময়ের সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে সবচেয়ে উপকৃত হবেন আমাদের Giveaway তে।

আমাদের Giveaway গুলোতে ক্রেডিট ছাড়া অংশগ্রহণ করতে পারবেন না। উদাহারন সরূপ - Giveaway তে অংশগ্রহণের জন্য আপনার ১০ ক্রেডিটের প্রয়োজন পড়বে, তখন আপনি আপনার ক্রেডিট থেকে ১০ ক্রেডিট দিয়ে GiveAway তে অংশগ্রহণ করবেন। মনে রাখা ভালো যে এখানে কোনো প্রকার আর্থিক লেনদেন সংগঠিত হবেনা এবং কেউ আর্থিকভাবে গ্রতিগ্রস্থ হবেনা।

ক্রেডিট কীভাবে অর্জন করবেন?
  • আপনার প্রতিটি কমেন্টের জন্য আপনাকে ০.৫ ক্রেডিট দেওয়া হবে।
  • প্রতিটি পোস্টের জন্য আপনাকে ৫ ক্রেডিট দেওয়া হবে।
  • প্রতিটি রিসোর্স আপলোডের জন্য আপনাকে ১০ ক্রেডিট দেওয়া হবে।
জাযাকুমুল্লাহু খাইরান।

ফোরামের অন্যান্য নিয়ম ও নীতিমালা পড়ুন।

SalafiForum.com - ইলমের পথে সালাফদের সাথে।
 

Attachments

  • প্রোফাইল-সামারী.webp
    প্রোফাইল-সামারী.webp
    12.2 KB · Views: 252
Last edited:
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক,

Threads কী?
  • Threads হচ্ছে পোষ্ট, সালাফি ফোরামের যেকোনো ক্যাটাগরিতে পোষ্ট করলে সেটা Thread হিসেবে গণ্য হবে।
Comments কী?
  • Comments হচ্ছে কোনো thread এ এর রিপ্লাই, মানে আপনি যদি কারও পোষ্টের রিপ্লাই দেন তবে সেটাকে Comments বলে।
Solutions কী?
  • Solutions হচ্ছে সমাধান। আপনার কোনো কমেন্ট যদি সঠিক হয় তবে সেটাকে প্রশ্নকর্তা Solution হিসেবে যদি মার্ক করে তবে সেটাকে Solution হিসেবে বিবেচনা করে আপনার প্রোফাইলে যোগ করে দেওয়া হবে।
Resources কী?
  • Resources হচ্ছে আমাদের ফোরাম থেকে ডাউনলোড করা যায় এমন ফাইলসমূহ যেমন PDF, Zip ইত্যাদি। যদিও আমরা এখন কেবল মাত্র বইয়ের পিডিএফ যুক্ত করে থাকি তবে ভবিষ্যতে অন্যকিছুও যুক্ত হতে পরে।
Reactions কী?
  • Reactions হচ্ছে আপনার কোনো পোষ্টে বা কমেন্টে লাইক বা ডিসলাইক। কেউ যদি আপনার পোষ্টে / কমেন্টে লাইক দেয় তবে আপনার Reactions স্কোর বাড়বে আর যদি ডিসলাইক দেয় তবে আপনার Reactions স্কোর কমে যাবে।
Points / Trophy কী?
  • Point হচ্ছে আপনার একটিভিটির রিওয়ার্ড। যেটার উপর ভিত্তি করে আপনার নামের নীচের টাইটেল অটো পরিবর্তন হয়। যেমন আপনার যদি কোনো Points / Trophy না থাকে তবে আপনার টাইটেল হবে New member, আর যদি ৫টা Points / Trophies থাকে তবে আপনার টাইটেল Member আর এভাবে আপডেট হতে থাকবে। কিভাবে ট্রফি দেওয়া হয় সেটা দেখতে এই লিংকে ভিজিট করুন।
Credits কী?
Credits হচ্ছে আমাদের ফোরমের রিওয়ার্ড সিস্টেম।
  • এটা কি কাজে লাগবে?
- ক্রেডিট দিয়ে আপনি আমাদের ফোরামের বিভিন্ন ফ্যাসিলিটি উপভোগ করতে পারবেন যা সময়ের সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে সবচেয়ে উপকৃত হবেন আমাদের Giveaway তে।

আমাদের Giveaway গুলোতে ক্রেডিট ছাড়া অংশগ্রহণ করতে পারবেন না। উদাহারন সরূপ - Giveaway তে অংশগ্রহণের জন্য আপনার ১০ ক্রেডিটের প্রয়োজন পড়বে, তখন আপনি আপনার ক্রেডিট থেকে ১০ ক্রেডিট দিয়ে GiveAway তে অংশগ্রহণ করবেন। মনে রাখা ভালো যে এখানে কোনো প্রকার আর্থিক লেনদেন সংগঠিত হবেনা এবং কেউ আর্থিকভাবে গ্রতিগ্রস্থ হবেনা।

ক্রেডিট কীভাবে অর্জন করবেন?
  • আপনার প্রতিটি কমেন্টের জন্য আপনাকে ০.৫ ক্রেডিট দেওয়া হবে।
  • প্রতিটি পোস্টের জন্য আপনাকে ৫ ক্রেডিট দেওয়া হবে।
  • প্রতিটি রিসোর্স আপলোডের জন্য আপনাকে ১০ ক্রেডিট দেওয়া হবে।
জাযাকুমুল্লাহু খাইরান।

ফোরামের অন্যান্য নিয়ম ও নীতিমালা পড়ুন।

SalafiForum.com - ইলমের পথে সালাফদের সাথে।
জাজাকাল্লাহ খাইরান
 
Back
Top