Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,141
- Comments
- 1,333
- Solutions
- 1
- Reactions
- 12,660
- Thread Author
- #1
আবূ ত্বাবীল শাত্মাব আল-মামদূদ (রা:) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা:)- এর নিকট এসে বললেন, 'আপনার অভিমত কী ওই ব্যক্তির ব্যাপারে, যে ব্যক্তি সব ধরনের গুনাহের কাজ করেছে, সে একটি পাপও বাদ রাখেনি এবং সে এরই ধারাবাহিকতায় ছোট-বড় সব মনোবাসনা পূর্ণ করেছে, তার তওবা করার কোনো সুযোগ আছে কি? তিনি বললেন, তুমি ইসলাম গ্রহণ করেছ কি? তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মা'বুদ নেই, তিনি একক, তাঁর কোনো অংশীদার নেই। আপনি আল্লাহর রাসূল। তিনি বললেন, হ্যাঁ, তওবা করার সুযোগ আছে। তুমি এখন থেকে ভালো কাজ করবে, পাপের কাজ বর্জন করবে, তাহলে আল্লাহ তোমার গুনাহগুলো পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবেন। তিনি বললেন, আমার প্রতারণা ও পাপাচারগুলোও কি? তিনি 'আলাইহে বললেন, 'হ্যাঁ। তিনি 'আল্লাহু আকবার' বলে উঠলেন এবং 'আল্লাহু আকবার' বলতে বলতে চোখের আড়াল হয়ে গেলেন'।
[মুসনাদে বাযযার, ৪/৭৯-৮০/৩২৪৪- কাশফুল আসতার; আল-আহাদ ওয়াল মাছানী, ৫/১৮৮-১৮৯/২৭১৮; সিলসিলাহ আস সহীহা : ৩৬৬৩/৩৩৯১]
[মুসনাদে বাযযার, ৪/৭৯-৮০/৩২৪৪- কাশফুল আসতার; আল-আহাদ ওয়াল মাছানী, ৫/১৮৮-১৮৯/২৭১৮; সিলসিলাহ আস সহীহা : ৩৬৬৩/৩৩৯১]