হৃদয়ের ৬ টি স্থান আছে

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,129
Comments
1,321
Solutions
1
Reactions
12,518
“হৃদয়ের ৬ টি স্থান আছে, যার কোন সপ্তম নেই। যে সকল স্থানে হৃদয় বিচরণ করে। তার মধ্যে ৩ টি হীন পর্যায়ের এবং ৩ টি উচ্চ পর্যায়ের।

• নীচ পর্যায়ের ৩ টি স্থান হল:

(১) দুনিয়া, যে তার জন্য সুশোভিত হয়।

(২) কুপ্রবৃত্তি, যে তাকে প্রলোভন দিতে থাকে।

(৩) দুশমন, যে তাকে কুমন্ত্রণা দিতে থাকে।

এ হল নীচ আত্মার স্থানসমূহ, যাতে সে বিচরণ করে বেড়ায়।

• আর উচ্চ পর্যায়ের ৩টি স্থান হল:

(১) ইলম, যা তার জন্য স্পষ্ট হয়।

(২) বুদ্ধিমত্তা, যে তাকে পথ দেখায়।

(৩) উপাস্য, যার সে ইবাদত করে।

হৃদয়সমূহ এই স্থানগুলিতে পরিভ্রমণ করে।”

— ইমাম ইবনুল কাইয়্যিম, আল ফাওয়াইদ
 
Back
Top