Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,129
- Comments
- 1,321
- Solutions
- 1
- Reactions
- 12,518
- Thread Author
- #1
• ফুযাইল ইবন ইয়ায রাহিমাহুল্লাহ বলেন, 'তুমি কোনো মজলিসে মাখলুককে স্মরণ করলে সেই মজলিসে আল্লাহকেও স্মরণ করো। কেননা আল্লাহকে স্মরণ মাখলুককে স্মরণ করা রোগের প্রতিষেধক।'
• আবুল মুলাইহ রাহিমাহুল্লাহ আল্লাহর যিকিরের সময় আনন্দ পেতেন। শান্তি অনুভব করতেন। তিনি বলতেন, 'আমার রব আমাকে স্মরণ করেন, এতেই আমার আনন্দ। কেননা আল্লাহ তাআলা বলেছেন, 'তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করবো।'
• তিনি কোনো পথ দিয়ে চলার সময় যদি আল্লাহর যিকিরের কথা ভুলে যেতেন তবে ফিরে আসতেন; যদিও অনেক পথ হতো। তারপর সেই পথ দিয়ে যিকির করতে করতে যেতেন। তিনি বলতেন, 'আমি চাই, আমি যেসব জায়গা দিয়ে হাঁটাচলা করি সেসব জায়গা যেন কিয়ামতের দিন আমার পক্ষে সাক্ষ্য দেয়।'
• ইয়াহইয়া ইবন মুআয রাহিমাহুল্লাহ বলেন, 'আল্লাহর যিকির দ্বারা তোমার অন্তরকে নবায়ন করে নাও। কেননা অন্তর ক্ষণেক্ষণে যিকির বিমুখ হয়ে যায়।'
[তামবীহুল মুগতাররীন]
[সালাফদের আখলাক, সম্পাদক : উস্তাদ আব্দুল্লাহ মাহমুদ; আযান প্রকাশনী]
• আবুল মুলাইহ রাহিমাহুল্লাহ আল্লাহর যিকিরের সময় আনন্দ পেতেন। শান্তি অনুভব করতেন। তিনি বলতেন, 'আমার রব আমাকে স্মরণ করেন, এতেই আমার আনন্দ। কেননা আল্লাহ তাআলা বলেছেন, 'তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করবো।'
• তিনি কোনো পথ দিয়ে চলার সময় যদি আল্লাহর যিকিরের কথা ভুলে যেতেন তবে ফিরে আসতেন; যদিও অনেক পথ হতো। তারপর সেই পথ দিয়ে যিকির করতে করতে যেতেন। তিনি বলতেন, 'আমি চাই, আমি যেসব জায়গা দিয়ে হাঁটাচলা করি সেসব জায়গা যেন কিয়ামতের দিন আমার পক্ষে সাক্ষ্য দেয়।'
• ইয়াহইয়া ইবন মুআয রাহিমাহুল্লাহ বলেন, 'আল্লাহর যিকির দ্বারা তোমার অন্তরকে নবায়ন করে নাও। কেননা অন্তর ক্ষণেক্ষণে যিকির বিমুখ হয়ে যায়।'
[তামবীহুল মুগতাররীন]
[সালাফদের আখলাক, সম্পাদক : উস্তাদ আব্দুল্লাহ মাহমুদ; আযান প্রকাশনী]