হৃদয়স্পর্শী বাণী - ৬

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,129
Comments
1,321
Solutions
1
Reactions
12,517
• ফুযাইল ইবন ইয়ায রাহিমাহুল্লাহ বলেন, 'হাদীস বর্ণনা করা বা দ্বীনী বিষয়ে কথা বলার চেয়ে মানুষের পেছনে পয়সা খরচ করা আমার কাছে অধিক প্রিয় এবং অধিক সহজ।'

• সুফইয়ান ইবন উয়াইনাহ রাহিমাহুল্লাহকে কিছু লোক দ্বীনি বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করলে তিনি তা প্রত্যাখ্যান করে বলেন, 'তোমাদের সামনে ইলমি আলোচনা করার মতো যোগ্যতা আমি রাখি না। আর তোমরাও আমার আলোচনা শোনা থেকে অনেক ঊর্ধ্বে। আমার ও তোমাদের উদাহরণ হলো এই প্রবাদের মতো, 'সব ভুলত্রুটি বের করে আপোষ করা।'

• আবু মুসলিম খাওলানী রাহিমাহুল্লাহ বলেন, 'এমন কিছু লোক আছে যারা সমাজে আলিম হিসেবে সুবিদিত হলেও দাম্ভিকতা ও অহংবোধ তাদের আত্মাকে ধ্বংস করে দিয়েছে।'

• আবু হাযিম রাহিমাহুল্লাহ বলতেন, 'এই যুগের আলিমরা শুধু ওয়াজ করেই শেষ, নিজের আমলের বেলায় নেই। অথচ সালাফগণ বলার চেয়ে আমল করতেন বেশি। সালাফদের পরে আরেক প্রজন্মের আবির্ভাব ঘটে যারা আমলও করতো, ওয়াজও করতো। আর বর্তমান যুগের লোকেরা ওয়াজ করে কিন্তু নিজেরা আমল করে না। এ যুগের পর আরেকটি যুগ আসবে যে-যুগের লোকেরা মানুষকে বলবেও না এবং নিজেরাও আমল করবে না।'

• আব্দুর রহীম আস-সুলামী রাহিমাহুল্লাহ বলেন, 'আমরা এমন সব লোকের সাক্ষাত পেয়েছি যারা কুরআনের দশ আয়াত দশ আয়াত করে শিখতেন। তারা প্রথম দশ আয়াতের ওপর আমল না করে পরের দশ আয়াত শিখতেন না।'

[তামবীহুল মুগতাররীন]
[সালাফদের আখলাক, আযান প্রকাশনী;
সম্পাদক : উস্তাদ আব্দুল্লাহ মাহমুদ]
 
Similar threads Most view View more
Back
Top