Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,129
- Comments
- 1,321
- Solutions
- 1
- Reactions
- 12,517
- Thread Author
- #1
• হাসান বাসরী রাহিমাহুল্লাহ বলতেন, 'আদম সন্তানের সমস্ত আমল যদি ভালো হতো তবুও তারা তাদের আমলকে গর্ব আর অহংকার দিয়েই নষ্ট করে ফেলত। কিন্তু আল্লাহ তাদেরকে নিজেদের ত্রুটিগুলো দেখিয়ে পরীক্ষা করেন।'
• সালাফদের কারো প্রশংসা করা হলে তারা বলতেন, 'হে আল্লাহ, তারা যা বলে তার অকল্যাণ থেকে আমি আপনার আশ্রয় চাই এবং তারা আমার সম্পর্কে যা জানে না তা থেকে আপনার কাছে ক্ষমা চাই।'
• প্রশংসা করা হলে উমার রাযিয়াল্লাহু আনহু বলতেন, 'হে আল্লাহ, তারা যা বলে তার অকল্যাণ থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করি এবং তারা আমার সম্পর্কে যা জানে না তা থেকে আপনার কাছে ক্ষমা চাই।'
• বিশর আল হাফী রাহিমাহুল্লাহ বলতেন, 'তুমি যদি কাউকে নিজের জ্ঞান ও নিজেকে নিয়ে গর্ব করতে দেখো, তাহলে জানবে সে ধ্বংসের চূড়ায় পৌঁছে গেছে।'
• আব্দুল আযীয ইবন আবী রাওয়াদ রাহিমাহুল্লাহ বলতেন, 'আমাদের সাথে সালাফদের অবস্থার তুলনা করলে আমাদের সবার আসল চেহারা বের হয়ে আসবে।'
• মারুফ আল-কারখী রাহিমাহুল্লাহ বলেন, 'কারোর প্রয়োজনের অতিরিক্ত কথা বলাটাই প্রমাণ করে যে, আল্লাহ তাকে অপদস্থ করেছেন।'
• সালাফদের কারো প্রশংসা করা হলে তারা বলতেন, 'হে আল্লাহ, তারা যা বলে তার অকল্যাণ থেকে আমি আপনার আশ্রয় চাই এবং তারা আমার সম্পর্কে যা জানে না তা থেকে আপনার কাছে ক্ষমা চাই।'
• প্রশংসা করা হলে উমার রাযিয়াল্লাহু আনহু বলতেন, 'হে আল্লাহ, তারা যা বলে তার অকল্যাণ থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করি এবং তারা আমার সম্পর্কে যা জানে না তা থেকে আপনার কাছে ক্ষমা চাই।'
• বিশর আল হাফী রাহিমাহুল্লাহ বলতেন, 'তুমি যদি কাউকে নিজের জ্ঞান ও নিজেকে নিয়ে গর্ব করতে দেখো, তাহলে জানবে সে ধ্বংসের চূড়ায় পৌঁছে গেছে।'
• আব্দুল আযীয ইবন আবী রাওয়াদ রাহিমাহুল্লাহ বলতেন, 'আমাদের সাথে সালাফদের অবস্থার তুলনা করলে আমাদের সবার আসল চেহারা বের হয়ে আসবে।'
• মারুফ আল-কারখী রাহিমাহুল্লাহ বলেন, 'কারোর প্রয়োজনের অতিরিক্ত কথা বলাটাই প্রমাণ করে যে, আল্লাহ তাকে অপদস্থ করেছেন।'
[তামবীহুল মুগতাররীন]
[সালাফদের আখলাক, আযান প্রকাশনী;
সম্পাদক: উস্তাদ আব্দুল্লাহ মাহমুদ]
[সালাফদের আখলাক, আযান প্রকাশনী;
সম্পাদক: উস্তাদ আব্দুল্লাহ মাহমুদ]
Last edited: