হৃদয়স্পর্শী বাণী - ৩

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,129
Comments
1,321
Solutions
1
Reactions
12,517
১. বিশর ইবনুল হারিছ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ইসলাম হলো সুন্নাহ আর সুন্নাহই হলো ইসলাম’। [১]

২. ইমাম যুহরী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আমাদের মাঝ থেকে যেসব উলামায়ে কেরাম গত হয়ে গেছেন তারা বলতেন, ‘সুন্নাতকে আঁকড়ে ধরে থাকায় মুক্তি রয়েছে’। [২]

৩. ইমাম শাফেয়ী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যখন তোমরা রাসূল (ﷺ)-এর সুন্নাত পেয়ে যাবে তখন তোমরা তার অনুসরণ করো, কারো কথার দিকে তাকাইয়ো না’। [৩]

৪. ইমাম শাফেয়ী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যখন তোমরা আমার কিতাবে এমন কিছু পাবে যা আল্লাহর রাসূল (ﷺ)-এর সুন্নাহের সাথে সাংঘর্ষিক, তাহলে তোমরা তা (রাসূল (ﷺ)-এর সুন্নাহ) বল এবং আমি যা বলেছি তা পরিত্যাগ কর’। [৪]

৫. ইমাম মালিক ইবনু আনাস (রাহিমাহুল্লাহ) বলেন, আমি ইবনু শিহাবকে বলতে শুনেছি, ‘তোমরা সুন্নাতের প্রতি আত্মসমর্পণ করো এবং তার বিরোধিতা করো না’। [৫]

[১]. হায়াতুস সালাফী বাইনাল ক্বওলী ওয়াল আমাল, পৃ. ৩৬
[২]. হায়াতুস সালাফী বাইনাল ক্বওলী ওয়াল আমাল, পৃ. ৩৬
[৩]. হায়াতুস সালাফী বাইনাল ক্বওলী ওয়াল আমাল, পৃ. ৩৯
[৪]. হায়াতুস সালাফী বাইনাল ক্বওলী ওয়াল আমাল, পৃ. ৩৯
[৫]. আল ফাক্বীহ ওয়াল মুতাফাক্বিহ, পৃ. ৩৮৫
(মাসিক আল ইখলাছ, মার্চ ২০২৫)
 
Similar threads Most view View more
Back
Top