Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,129
- Comments
- 1,321
- Solutions
- 1
- Reactions
- 12,517
- Thread Author
- #1
১. বিশর ইবনুল হারিছ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ইসলাম হলো সুন্নাহ আর সুন্নাহই হলো ইসলাম’। [১]
২. ইমাম যুহরী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আমাদের মাঝ থেকে যেসব উলামায়ে কেরাম গত হয়ে গেছেন তারা বলতেন, ‘সুন্নাতকে আঁকড়ে ধরে থাকায় মুক্তি রয়েছে’। [২]
৩. ইমাম শাফেয়ী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যখন তোমরা রাসূল (ﷺ)-এর সুন্নাত পেয়ে যাবে তখন তোমরা তার অনুসরণ করো, কারো কথার দিকে তাকাইয়ো না’। [৩]
৪. ইমাম শাফেয়ী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যখন তোমরা আমার কিতাবে এমন কিছু পাবে যা আল্লাহর রাসূল (ﷺ)-এর সুন্নাহের সাথে সাংঘর্ষিক, তাহলে তোমরা তা (রাসূল (ﷺ)-এর সুন্নাহ) বল এবং আমি যা বলেছি তা পরিত্যাগ কর’। [৪]
৫. ইমাম মালিক ইবনু আনাস (রাহিমাহুল্লাহ) বলেন, আমি ইবনু শিহাবকে বলতে শুনেছি, ‘তোমরা সুন্নাতের প্রতি আত্মসমর্পণ করো এবং তার বিরোধিতা করো না’। [৫]
[১]. হায়াতুস সালাফী বাইনাল ক্বওলী ওয়াল আমাল, পৃ. ৩৬
[২]. হায়াতুস সালাফী বাইনাল ক্বওলী ওয়াল আমাল, পৃ. ৩৬
[৩]. হায়াতুস সালাফী বাইনাল ক্বওলী ওয়াল আমাল, পৃ. ৩৯
[৪]. হায়াতুস সালাফী বাইনাল ক্বওলী ওয়াল আমাল, পৃ. ৩৯
[৫]. আল ফাক্বীহ ওয়াল মুতাফাক্বিহ, পৃ. ৩৮৫
(মাসিক আল ইখলাছ, মার্চ ২০২৫)
২. ইমাম যুহরী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আমাদের মাঝ থেকে যেসব উলামায়ে কেরাম গত হয়ে গেছেন তারা বলতেন, ‘সুন্নাতকে আঁকড়ে ধরে থাকায় মুক্তি রয়েছে’। [২]
৩. ইমাম শাফেয়ী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যখন তোমরা রাসূল (ﷺ)-এর সুন্নাত পেয়ে যাবে তখন তোমরা তার অনুসরণ করো, কারো কথার দিকে তাকাইয়ো না’। [৩]
৪. ইমাম শাফেয়ী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যখন তোমরা আমার কিতাবে এমন কিছু পাবে যা আল্লাহর রাসূল (ﷺ)-এর সুন্নাহের সাথে সাংঘর্ষিক, তাহলে তোমরা তা (রাসূল (ﷺ)-এর সুন্নাহ) বল এবং আমি যা বলেছি তা পরিত্যাগ কর’। [৪]
৫. ইমাম মালিক ইবনু আনাস (রাহিমাহুল্লাহ) বলেন, আমি ইবনু শিহাবকে বলতে শুনেছি, ‘তোমরা সুন্নাতের প্রতি আত্মসমর্পণ করো এবং তার বিরোধিতা করো না’। [৫]
[১]. হায়াতুস সালাফী বাইনাল ক্বওলী ওয়াল আমাল, পৃ. ৩৬
[২]. হায়াতুস সালাফী বাইনাল ক্বওলী ওয়াল আমাল, পৃ. ৩৬
[৩]. হায়াতুস সালাফী বাইনাল ক্বওলী ওয়াল আমাল, পৃ. ৩৯
[৪]. হায়াতুস সালাফী বাইনাল ক্বওলী ওয়াল আমাল, পৃ. ৩৯
[৫]. আল ফাক্বীহ ওয়াল মুতাফাক্বিহ, পৃ. ৩৮৫
(মাসিক আল ইখলাছ, মার্চ ২০২৫)